২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৫৮/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

বাগীশিক নারায়নহাট ইউনিয়ন সংসদ গঠিত

     

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) নারায়নহাট ইউনিয়ন সংসদ সম্মেলনের মাধ্যমে জুজখোলা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি ডাঃ সুব্রত কুমার চৌধুরীর তত্বাবধানে শ্রীযুক্ত যীশু দত্তকে সভাপতি এবং শ্রীযুক্ত জুয়েল দেবকে সাধারণ সম্পাদক কওে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক তপন মহাজন, প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি সংসদেও সহ-সভাপতি মাস্টার মানস চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন প্রভাষক বটনময় দেব, রূপন দাশ, আশীষ দেব, মাস্টার হারাধন দে, ডাঃ হারাধন, মাস্টার মন্টু কান্তি দে, ভূজপুর পূজা উদযাপন পরিষদের সবাপতি বাবুল দেব, সাধারণ সম্পাদক এড. মিহির কান্তি দে, ফটিকছড়ি সংসদের আদিত্য সৈকত, জয়ন্ত দাশ (জকি), প্রভাত বনিক, সুমন কিশোর নাথ, শীবাস দাশ, ছোটন নাথ, সাধন নাথ, সান্তু রায়, এবুল শীল, রাতুল শীল সহ নারায়নহাট সংসদের সকল সদস্যবৃন্দ। ফটিকছড়ি সংসদের সম্পাদক রূপক দে এর সঞ্চালনায় গীতার আলো ঘরে ঘরে জ্বালো স্লোগান সামনে রেখে নবগঠিত সংসদ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় ফটিকছড়ি সংসদ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply