২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:১৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:১৮ পূর্বাহ্ণ

যশোরের শার্শা-বেনাপোলে উৎসবের আমেজে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত হয়েছে

     

 

বেনাপোল প্রতিনিধি

ভারত বাংলাদেশের শিল্প ও সাহিত্যিক ও দু’পার বাংলার মানুষের মহামিলনে বেনাপোলে বৈশাখ দিবস উদযাপিত। দু’পারের মানুষ বৈশাখের অনুষ্টানে মিলেমিশে একাকার হয়ে যায়। অসাম্প্রদায়িক বাঙ্গালির প্রাণের এ উৎসবকে ঘিরে শার্শা উপজেলার বেনাপোল, নাভারন, বাগআঁচড়া ও উপজেলা সদরে নানা কর্মসূচি পালিত হয় । উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বর্ষবরণের নানা কর্মসূচি গ্রহণ করা হয় । উৎসবকে ঘিরে চিরায়ত মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশের পাশাপাশি বিভিন্ন ভর্তা দিয়ে পান্তাসহ বিভিন্ন দেশীয় মুখরোচক খাবার পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয় । প্রতি বছরের মত পহেলা বৈশাখ উপলক্ষ্যে উপজেলার বেনাপোল ও বাগআঁচড়ায় মেলা বসেছে ।
বিভিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্টান, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিরা বেনাপোল বৈশাখির অনুষ্টানে যোগদেয়। উৎসবে মাতে শিশু-কিশোরসহ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ। বেনাপোলে পৌরসভা ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টিত হয় বেশাখ উৎসব।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply