২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:১৪/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:১৪ পূর্বাহ্ণ

তাহিরপুরে ইয়াবাসহ যুগান্তর প্রতিনিধি উত্তেজিত জনতার আটক

     

সুনামগঞ্জ সংবাদদাতা 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চরগাঁও রাতারকিত্তা গ্রামের ভাঙ্গার খালের পাড়ে ইয়াবাসহ স্থানীয় জনতার হাতে যুগান্তর প্রতিনিধি হাবিব সারোয়ার আজাদ আটক হয়েছেন। শুক্রবার রাত ১০টায় রাতারকিত্তা গ্রামের এক স্থানীয় বাসিন্দার বাড়ীর সামনে বাঁশঝাড়ের নীচে বসে ৫ যুবক ইয়াবার ভাগাভাগী নিয়ে ঝগড়া কলহে লিপ্ত হলে বাড়ীর মালিক ঘর থেকে বেড়িয়ে তাদেরকে ঝগড়ার কারণ জিজ্ঞাসাবাদ করলে উত্তেজিত ইয়াবা ব্যবসায়ী যুবকেরা তাকে মারতে উদ্যত হয়। সাথে সাথে ঘটনাটি আশপাশ বাড়ীতে ছড়িয়ে পড়লে চতুর্দিক থেকে জনসাধারন এসে হাবিব সারোয়ার আজাদকে ইয়াবাসহ আটক করেন। এসময় আজাদের সঙ্গে থাকা অন্য ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। আটককারী জনতা ঘটনাটি প্রথমে বাদাঘাট পুলিশ ফাড়ি পরবর্তীতে তাহিরপুর থানাকে অবগত করেন। পরে জেলা পুলিশ প্রশাসনকে অবগত করলে রাত ১১টায় বাদাঘাট পুলিশ ফাড়ির এসআই সাইদুর রহমান ও এএসআই পীযুশ দাসের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ ফাড়িতে নিয়ে আসেন। ফাড়িতে আনার পর বিভিন্ন মহলের তদবীরে তাকে ফাড়ি হতে পুলিশ ছেড়ে দিচ্ছে এমন খবরে বাদাঘাট বাজারের উত্তেজিত জনতা রাত ১২টা পর্যন্ত পুলিশ ফাড়ি ঘেরাও দিয়ে রাখেন। এলাকাবাসী জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি অবমাননার অভিযোগে, গত ৯/২/২০১৭ইং তারিখে বাংলাদেশ দন্ডবিধি আইনের ১৪৩/১২০-খ/৫০৪/৪২৭/৫০৬ ধারায় দায়েরকৃত তাহিরপুর থানায় মামলা নং ৫ জিআর ২১/২০১৭ এর প্রধান আসামী আটককৃত হাবিব সারোয়ার আজাদ। উপজেলা ছাত্রলীগ নেতা ঝুমুরকৃষ্ণ তালুকদার বাদী হয়ে তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। ৫ বছর আগের এক রাতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জেলা সদরের ষোলঘর আবাসিক এলাকায় শ্রীপুর ইউনিয়নের এক সাবেক ইউপি সদস্যের বাড়ীতে হেরোইনের চালানসহ অবস্থানকালে তাকে আটক করার চেষ্টা করে ব্যর্থ হন। সাংবাদিকতার দাপট ও প্রভাব খাটিয়ে সে এলাকায় দীর্ঘদিন ধরে হেরোইন পাচার ব্যবসা ও সীমান্ত এলাকায় বেপরোয়া চাঁদাবাজী করে যাচ্ছিলো। যৌথ বাহিনীর অভিযানকালে সুনামগঞ্জ সেনাক্যাম্পে এসে একজন সংখ্যালঘু মহিলা তার শিশুকে বলাৎকারের দায়ে উক্ত হাবিব সরোয়ার আজাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলার ৩ জন কয়লা ব্যবসায়ী চাঁদাবাজীর অভিযোগ এনে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেও পুলিশ কোন মামলা এফআইআর করেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, রাত সাড়ে ১২টায় বাদাঘাট পুলিশ ফাড়ি থেকে আটককৃত আজাদকে তাহিরপুর থানায় প্রেরণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply