২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৩৬/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ

মুস্তাক মুহাম্মদ এর শশীলতা কবিতাগুচ্ছ -৮

     

 

কবেই আমি তোমার দিয়েছি

শশীলতা এমন করে কেনো তুমি আঘাত দিলে

স্বপ্নগুলো  কেনো তুমি ভেঙে দিলে!

কিবা লাভ পেলে তুমি অভিমানে

কিবা ক্ষতি আমার হলো?

আমার যা কবেই আমি তোমার দিয়েছি।

পূর্ণিমার চাঁদ আজও ওঠে

আজও আকাশের পানে তাকায়ে থাকি

শুধু তোমার মাথা নেই আমার বুকে

কিবা ক্ষতি আমার হলো?

আমার যা কবেই আমি তোমার দিয়েছি।

তোমার স্মৃতি দিবা নিশি আমার ঘিরে

ঝরা পালক কুড়ায়ে বুকে রাখি

কিবা ক্ষতি বুকের ব্যাথায় যদি কুকড়ে যায়?

আমার যা কবেই আমি তোমার দিয়েছি।

তারিখ:২৯/০৩/২০১৭, বাঁকড়া পাঁচপোতা,যশোর।

তবু পথ চলি

শশীলতা সম্মৃতিগুলো অমলিন

নিত্য আমার মনের ঘরে থাকে জাগরুক।

যা করি তা হয় না আমার তোমার ছাড়া

তবু আমি পথ চলি – চলতে হয় !

তোমার কি জানতে ইচ্ছে করে না-

কেমন আছি,

কেমন করে কাটে আমার দিবারাতি,

হয় কি হয় না হিসেব কষি না

জীবন যেনো কেটে যায় ইচ্ছে নদী ছাড়া

তবু আমি পথ চলি শশীলতা ছাড়া।

তারিখ:০৩/০৪/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।

কেনো তুমি ভালবাসলে

শশীলতা চলেই যদি যাবে তবে ভালবাসলে কেনো?

আমার নিয়ে এমন করে পুতুল পুতুল খেললে কেনো?

আমি তো ছিলাম আমার মতো- কেনো ভাঙলে মৌনতা?

ছেড়েই যদি যাবে তবে ভাঙলে কেনো নিরবতা?

কেনো তুমি প্রেম শেখালে হাতে ধরে?

দূরে তুমি যেখানে থাকো -সুখে থাকো।

আমার বুকে ব্যাথার পাহাড়-

তবু তোমাকে বলি, ভালো আছি-

এই ব্যাথা তোমাকে ভুলতে দেয় না।

তারিখ:০৩/০৪/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।

এখনো আছি পথ চেয়ে

ভালোবাসার মানে তুমি জানলে না-

বন্ধু তুমি এমন নিঠুর হোয়ো না!

চাঁদ- তারাকে স্বাক্ষী মেনে বলে ছিলে,

দু’জনমে তোমার ছেড়ে যাব না।

এতটুকুতেই চুকে গেলো সব লেনা দেনা

তবে কি হয় নি মনের লেনা দেনা!

ফিরে এসো বন্ধু তুমি আমার বুকে

এখনো আছি তোমার পথ চেয়ে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply