২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১২:১৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ

শ্রীপুরে চলন্ত ট্রেনের যন্ত্রাংশ খুলে পরায় ডেমু ট্রেন বিকল দূর্ভোগে পড়ে যাত্রীরা

     

এস এম জহিরুল ইসলাম
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনের পাশে আজ বেলা দেড়টার দিকে চলন্ত ট্রেনের যন্ত্রাংশ খুলে পরায় ময়মনসিংহ গামী ডেমু ট্রেন বিকল হয়ে পরে। এতে দূর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী।জানা যায়,ডেমু ট্রেনটি ময়মনসিংহ থেকে গাজীপুর পর্যন্ত চলা চল করে। যাত্রীরা জানায়,মঙ্গলবার দুপুরে ট্রেনটি গাজীপুর থেকে ছেড়ে আসে। স্হানীয় যাত্রী  রাকিব শেখ জানান,আমি প্রতিদিন ডেমু দিয়ে যাতায়াত করি ইজ্জতপুর পার হবার পর ট্রেনের নিচে বিকট শব্দ শুনতে পায়। তার পর ট্রেনের গতি কমে যায় । বেলা দেড়টার দিকে শ্রীপুর স্টেশনের দক্ষিনপার্শে হঠাৎ দাড়িয়েপড়ে । এসময় টেনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। ট্রেনবিকল হয়ে পরায় দূর্ভোগে পরে হাজার হাজার যাত্রী। ট্রেন যাত্রীরা বিকল্প পথে যার যার মতো গন্তব্যে চলে যায়।ট্রেনের পরিচালক এম.এ সিদ্দিক জানান,পথে চলন্ত ট্রেনের  যন্ত্রাংশ খুলে পড়ায় ট্রেনটি বিকল হয়ে পরে। রেল লাইনে কর্মরত ওয়েম্যান আঃ আহাদ মিয়া ট্রেনের নিচে বিকট শব্দ শুনে ঘটনাস্থল থেকে খুলে পড়া যন্ত্রাংশ উদ্ধার করে শ্রীপুরের স্টেশন মাষ্টারের নিকট জমা দেন। শ্রীপুরের কর্তব্যরত স্টেশন মাষ্টার মোঃ শাহজাহান মিয়া জানান,যন্ত্রাংশ খুলে পড়ায় ট্রেন চলাচল প্রায় দু’ঘন্টা বন্ধ ছিল।

শেয়ার করুনঃ

Leave a Reply