২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:০৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

সুনামগঞ্জের দেখার হাওরে বাঁধ নির্মাণ কাজে জড়িত দুর্নীতিবাজ ঠিকাদার ও পিআইসির প্রতিনিধিদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানালেন হাজী আবুল কালাম

     

আল-হেলাল,সুনামগঞ্জ 

 পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও দুর্নীতির কারনে বাঁধ ভেঙ্গে সুনামগঞ্জের সর্ববৃহৎ হাওর দেখার হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষকরা। রবিবার দুপুর থেকে সাড়ে ৪টা পর্যন্ত কৃষকরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকার রাস্তায় শুয়ে প্রতিবাদ শুরু করে। ফলে যান চলাচল বন্ধ থাকে। প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানঝটের সৃষ্টি হয়। কৃষকদের এই মানববন্ধন ও অবরোধের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ছুটে যান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। এসময় অবরোধকারী কৃষকরা নেতৃবৃন্দের কাছে দাবী করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌছে পাউবোর দুর্নীতিবাজ কর্মকর্তা ঠিকাদার ও পিআইসির লোকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি নাদিলে তারা অবরোধ প্রত্যাহার করবেননা। পরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম এর সাথে আলোচনাক্রমে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে ঘটনাস্থলে পাটিয়ে পাউবোর দুর্নীতিবাজ কর্মকর্তা ঠিকাদার ও পিআইসির লোকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি ব্যক্ত করলে কৃষকরা উক্ত অবরোধ প্রত্যাহার করে নেন। পরদিন সোমবার একই সময়ে একজন প্রভাবশালী এমপির নাম ভাঙ্গিয়ে কোন্দল গ্রুপিং-এ জড়িত রাজনৈতিক নেতাকর্মীরা পাল্টা অবরোধ কর্মসুচির নামে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট,উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের বিরুদ্ধে বিষোধগার করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চেয়ারম্যান হাজী আবুল কালাম। তিনি বলেন,দুর্যোগের ব্যাপারে দলাদলি ও কোন্দল গ্রুপিং করবেননা। সকলে মিলে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসুন। পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও পিআইসি মনোনয়নে উপজেলা চেয়ারম্যানদের কোন হাত নেই। স্থানীয় এমপিরা পিআইসিতে নিজেদের লোক মনোনিত করে থাকেন আর ঠিকাদার নিয়োগ করে পানি উন্নয়ন বোর্ড। সুতরাং হাওর রক্ষা বাধ নির্মাণের নামে দুর্নীতি হচ্ছে যারা এসব কাজে জড়িত তাদের আশ্রয়ে প্রশ্রয়ে। আমরা উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা মানবিক মূল্যবোধ ও এলাকার কৃষকদের স্বার্থে নিজ নিজ উদ্যোগে বাঁধের কাজ করার পাশাপাশি ফসল রক্ষার জন্য সাধ্যমতো আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। হাজী আবুল কালাম সরকার ও প্রশাসনের প্রতি আহবাণ জানিয়ে আরো বলেন,দুর্নীতিবাজ ঠিকাদার ও পিআইসির প্রতিনিধিরা কোন মন্ত্রী এমপির লোক বা কোন দলের লোক তা না দেখে অবিলম্বে এসব দেশদ্রোহী জনদূর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। অন্যথায় ক্ষতিগ্রস্থ উত্তেজিত কৃষকদের গণরোষে এরা পালাবার পথও খোঁজে পাবেনা।

শেয়ার করুনঃ

Leave a Reply