২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৫৭/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১:৫৭ পূর্বাহ্ণ

রৌমারীতে আজও বিদ্যুৎ পায়নি ২ হাজার মানুষ

     

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঝাউবাড়ী গ্রামের স্বাধীনতার ৪৭ বছরেও বিদ্যুৎ পায়নি
দুইশ পরিবার। এলাকাবাসী বারবার বিভিন্ন স্থানে আবেদন-নিবেদন করেও সংযোগ পাচ্ছেন না। এতে তারা অন্ধকারেই রয়েছেন।

তাদের অভিযোগ, ঝাউবাড়ী গ্রামের প্রায় দুই হাজার মানুষের বসবাস। ভোটার সংখ্যা প্রায় এক হাজার। এর মধ্যে পশ্চিমপাড়ায় জনসংখ্যা বেশি।

দেশ স্বাধীনের ৪৭ বছর পরও ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় অন্ধকারে বসবাস করছে দুইশ পরিবার। ওই গ্রামের আলী মাষ্টার, আবু শামা জানান, তাদের রাস্তা নেই, বিদ্যুৎ নেই। ওই পাড়ার অধিকাংশ পরিবারই সরকারদলীয় সমর্থক। তারা সংসদ সদস্য রুহুল আমিন সহ বিভিন্ন স্থানে বিদ্যুতের জন্য আবেদন করেও সংযোগ পাননি।

ফলে বতর্মান ডিজিটাল যুগেও তারা হারিকেন ব্যবহার করছেন। এক দশম শ্রেণীর ছাত্র জানায়, তাদের হ্যারিকেন আর কুপি বাতি জ্বালিয়ে কষ্ট করে পড়তে হয়। ইউপি সদস্য বলেন, কিছুদিন আগে বিদ্যুৎ অফিসের লোকজন এসে মাপ নিয়ে গেছেন; কিন্তু এরপর কেন কাজ হচ্ছে না, সেটা তারা জানেন না।

এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানাজারের সঙ্গে কথা হলে তিনি জানান, ঝাউবাড়ী গ্রামের মাপ নেয়া হয়েছে, যতটা তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সংযোগ দেয়ার ব্যবস্থা করা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply