২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:০৬/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ

তানিশা রহিম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ এস এ প্রতিষ্ঠিত

     

সমাজের দুস্থ পীড়িত, আর্ত মানবতার সেবায় এগিয়ে আসতে যুক্তরাষ্ট্রে “তানিশা রহিম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ এস এ” নামে বাংলাদেশী সংগঠন গতকাল বিভিন্ন দেশের প্রতিনিধিদের এক অনলাইন আলোচনার মাধ্যমে আত্মপ্রকাশ করে ।

ওয়েলফেয়ার ট্রাস্ট গঠনের প্রেক্ষাপট :

তানিশা রহিম আমেরিকার নিউ জার্সিতে সেইন্ড জর্জ হসপিটালে বিগত ৩০ এপ্রিল ২০১৬ তারিখে জন্মের পর পর ৩ মাস আই সি ইউ তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল ছোট্ট মণি তানিশা রহিম । রাব্বুল আলামীনের অশেষ মেহেবানী ও অগণিত মানুষের দোয়ায় বেচেঁ যায় তানিশা অথচ এক পর্যায়ে ডাক্তার বলেছিলেন অক্সিজেন খুলে নিলে মাত্র ২ মিনিট বাঁচবে । আগামী ৩০ এপ্রিল ২০১৮ তানিশার দ্বিতীয় জন্মদিন । এখনো ডাক্তারের তত্ত্বাবধানে আছেন তানিশা তবে ঝুঁকিমুক্ত । এ বিষয়টি তানিশার পিতার মনে করুণভাবে নাড়া দেয় , তাই আর্ত মানবতার সেবার মন নিয়ে এই তানিশা রহিম ট্রাস্ট গঠিত হল । এখন থেকে তানিশা রহিম ট্রাস্ট আনোয়ারা ব্লাড ব্যাংকের ব্লাড ক্যাম্পেইনের আর্থিক সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে । তানিশা বখতিয়ার পাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ব্রিটেন প্রবাসী আলহাজ্ব আবদুর রহিম সাহেবের নাতনী ।

তানিশা রহিম ( যার নামে ট্রাস্ট প্রতিষ্ঠিত )।

ট্রাস্টি বোর্ড :

চেয়ারম্যান : আলহাজ্ব আবদুর রহিম
১. আনোয়ার রহিম – সদস্য
২. আকতার রহিম – সদস্য
৩. আবছার রহিম- সদস্য
৪. কাওসার রহিম – সদস্য
৫. মোহাম্মদ ইলিয়াস – সদস্য
৬. কায়সার আলী – সদস্য
৭. মোহাম্মদ ইমরান

# ট্রেজারার : মোহাম্মদ ফারুক
# বাংলাদেশ প্রতিনিধি : নওশাদ আলী
# ইউ কে প্রতিনিধি : নূরুন্নবী আলী
# সৌদি আরব প্রতিনিধি : ছালেহ জহুর

শেয়ার করুনঃ

Leave a Reply