২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৩/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘চরমপন্থি’ নিহত

     

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কুদ্দুস ওরফে সাগর (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, কুদ্দুস নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক প্রধান ছিলেন।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার কয়া এলাকার গড়াই নদীর চরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুটি পিস্তল ও ১৩টি গুলি উদ্ধারের কথা জানানো হয়েছে।

কুষ্টিয়া র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুল হক বলেন, নাশকতা তৈরির উদ্দেশ্যে একদল সন্ত্রাসী ঘোড়াঘাট এলাকার গড়াই নদীর চরে গোপন বৈঠক করছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাগরকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, গোলাগুলির ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।সুত্র এবিনিউজ থেকে

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply