২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:২১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:২১ পূর্বাহ্ণ

আহমদী ছিফত আর রহমানী হিফতের এক মহা সম্মিলনের বিস্ময়কর প্রকাশ ঘটেছে মাইজভাণ্ডার দরবার শরীফে -সুফি মিজানুর রহমান

     

গাউসুল আযম শাহ আহমদ উল্লাহ মাইজভান্ডারী এবং গাউসুল আযম হযরত বাবাভান্ডারী এই যুগল সত্তার সম্মিলনে আজ মাইজভান্ডার দরবার শরীফ লাখো আশেক ভক্তের মহা মিলনকেন্দ্র। গাউসুল আযম হযরত বাবা ভাণ্ডারী ২২ চৈত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে সেমিনারে বিষয়ে রহমতে এলাহীর অপূর্ব নিদর্শন হযরত গাউছুল আযম বাবা ভাণ্ডারী (ক.)। হযরত গাউছুল আযম বাবা ভাণ্ডারী (ক.) এর পৌত্র গাউছে জামান হযরত শাহসুফী মওলানা সৈয়দ বদরুদ্দোজা মাইজভাণ্ডারী (ক.) এর ছোট পুত্র সৈয়দ মিফতাহুন নুর মাইজভাণ্ডারী (ম.জি.আ.) সভাপতিত্বে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ১ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিনামা শিল্পপতি ও বিশিষ্ট সুফি ব্যক্তিত্ব আলহাজ্ব সুফি মিজানুর রহমান, চেয়ারম্যান পিএইচপি ফ্যামিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপলস ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর নির্বাহী পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল মোস্তফা, প্রবন্ধকার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক সাবেক অধ্যাপক রাজনীতি বিজ্ঞান বিভাগ হাটহাজারী ডিগ্রী কলেজ প্রফেসর মোহাম্মদ জহুরুল আলম। আলোচকবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন গবেষক বাংলা একাডেমীর রিচার্জ ফেলো, ফিনিশ একাডেমী (ফিনল্যান্ড) ড. মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, বিভাগীয় প্রধান রসায়ন বিদ্যা বিভাগ, চট্টগ্রাম সরকারী কলেজ অধ্যাপক ড. নূ ক ম আকবর হোসেন, আরবী প্রভাষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আল কাদেরী, সহকারী অধ্যাপক, ইসলামিক স্ট্যাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আল্লামা ড. মোহাম্মদ জাফর উল্লাহ, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ড. মোহাম্মদ মঈন উদ্দীন, শাহজাদা, সাতগাছিয়া দরবার শরীফ, পটিয়া আল্লামা আবুল ফজল মুহাম্মদ সাইফুল্লাহ সুলতানপুরী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আল্লামা আলহাজ্ব শায়েস্তা খান আল আযহারী। এতে আরো উপস্থিত ছিলেন খোলেফায়ে গাউছুল আযম মাইজভান্ডারী আওলাদ পাকগণ ও সর্বস্তরের আশেকানে গাউছুল আযম মাইজভান্ডারী ওলামায়ে কেরাম সাংবাদিক ও গবেষক বিভিন্ন কলেজ মাদ্রাসার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply