২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৫৪/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

পরিবহন শ্রমিকদের সার্বিক কল্যাণে সব সময় পাশে থাকবো-আবদুচ ছালাম

     

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেছেন, বহদ্দারহাট বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দীর্ঘদিনের প্রাণের দাবী গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানি সমস্যার আজ সমাধান হলো। পরিবহন শ্রমিক, যাত্রী সাধারণ খাবার পানি, অজুর পানির জন্য টার্মিনালে রীতিমত হাহাকার ছিল। গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আগামীতেও পরিবহন শ্রমিকদের সার্বিক কল্যাণে আমি সব সময় তাদের পাশে থাকবো। তিনি আজ ১ এপ্রিল শনিবার সকালে চট্টগ্রাম বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে চট্টগ্রাম উন্নয়ন কর্তপক্ষের সহযোগিতায় আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গভীর নলকূপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বহদ্দারহাট বাস টার্মিনাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইউনুছ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, মালিক সমিতির নেতা নুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
সভায় প্রধান অতিথি সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম আরো বলেন, পরিবহন শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। তিনি পরিবহন শ্রমিকদের অর্থনীতির চালিকা শক্তি উল্লেখ করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী প্রধানমন্ত্রী ইতিমধ্যে পরিবহন শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply