২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৪৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

সুন্দরগঞ্জে পিআইও অপসারণের দাবিতে আ’লীগের মানববন্ধন

     

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আওয়ামীলীগ। ২০১৭-২০১৮ অর্থ বছরের বিশেষ বরাদ্দের টিআর ও কাবিখার অর্থ আত্মসাত করার দাবিতে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করে আ’লীগের নেতা-কর্মীরা। মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক হাফিজা বেগম কাকলী, রেজাউল আলম রেজা, আ’লীগ নেতা সাইফুল ইসলাম প্রিন্স, জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তাগণ অবিলম্বে পিআইও এর বদলীসহ আত্মসাতকৃত টিআর ও কবিখার মালের সুষ্ঠু বিভাজনের দাবি জানান। এর আগে নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পিআইও নুরুন্নবী সরকারের কুশপুত্তলিকা দাহ করে। পিআইও নুরুন্নবী সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া য়ায়নি। ইউএনও এসএম গোলাম কিবরিয়া বলেন আত্মসাতের সুনিদিষ্ট অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply