২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:৫০/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ

আনোয়ারায় অবহেলিত সরেঙ্গার ওরা নিজেরাই রাস্তাটি করল!

     

আনোয়ারার সরেঙ্গার অাব্দুস ছমাদ শাহ সড়কটি অবহেলিত হয়ে পড়ে আছে অনেকদিন ধরে। দেখার মত কেউ নেই।ইউপি প্রতিনিধিরাও কোন তৎপরতা নাই।ইউপি সদস্যরা বার বার প্রতিশ্রুতি দিলেও কার্যত কোন ফল পাওয়া য়ায়না।এমন কি একজন সাংবাদিকও পাওয়া গেলনা যে, এলাকাবাসীর দূরাবস্তা সবার সামনে তুলে ধরবে।এই সড়ক পথ দিয়ে প্রতিদিন এক থেকে দুই হাজার মানুষের চলাচল। সড়কটি ফকির পাড়াবাসীর জন্য অাজ কাল হয়ে দাড়িয়েছে। বর্ষা মৌষমে একটুখানি বৃষ্টি হলেই হাটু সমান পানি হয়ে যায়। এলাকার মানুষ  চলা ফেরা করতে পারে না। এমনকি ছোট বাচ্চারা স্কুল মাদ্রাসায় যেতে পারেনা একটু খানি বৃষ্টি হলেই। রায়পুর ইউনিয়নের উন্নয়নের ছোয়া প্রত্যেকটি অঞ্চলে লাগলেও অথচ এই সড়কটি সেই অাগের মত রয়ে গেল। এলাকার নেতাকর্মীদেরও কোন সাড়া পাওয়া যাচ্ছেনা। অথচ ভোট আসলে এই সব নেতাদের উন্নয়নের ফুলঝুরী মার্কা বক্তব্যের অভাব হয় না। বার বার কথিত সমাজ সেবকদের কাছে গিয়েও সরকারী কোন অনুদান না পেয়ে এলাকার যুব সমাজ এবং সমাজের সাধারন মানুষ একত্র হয়ে সড়কটি সংস্কার করতে এগিয়ে অাসে।প্রতি ঘর থেকে চাঁদা কালেকশন করে রাস্তা সংস্কারের উদ্যেগ নিয়েছে আজ শুক্রবার এলাকাবাসী।অাজ শুক্রবার সকাল দশ টায় অাব্দুস ছমাদ শাহ সড়কের কাজ শুরু করা হয় বিকাল ৫টা পর্যন্ত তারা কাজ করে। এই কাজে ২০ জন অংশ নেয় বলে জানা গেছে।

শেয়ার করুনঃ

Leave a Reply