২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:১১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:১১ পূর্বাহ্ণ

রায়পুর ইউনিয়ন যুবসেনার স্বাধীনতা দিবস উদযাপন

     

 

বাংলাদেশ ইসলামী যুবসেনা ৩নং রায়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন ও প্রশিক্ষণ কর্মশালা রায়পুর গাউসিয়া হাশেমীয়া মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়। হাফেজ মুহাম্মদ নুর-এর সভাপতিত্বে ও শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের প্রধান উপদেষ্টা জননেতা এস এম শাহজাহান। এতে উদ্ভোধক ছিলেন মাওলানা তৈয়ব সিরাজী। সভায় ৩নং রায়পুর ইউনিয়ন থেকে উপজেলা ইসলামী ফ্রন্টের কমিটিতে স্থান পাওয়া নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন কেন্দ্রীয় ছাত্রসেনার সহ-সাংগঠনিক সম্পাদক মেধাবী ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল ইসলাম। সভায় প্রধান বক্তা ছিলেন যুবসেনা আনোয়ারা পশ্চিম পরিষদের সভাপতি মুহাম্মদ নুরুল করিম। এতে বক্তব্য রাখেন মাওলানা বদরুজ্জামান নঈমী, মাস্টার আবদুল হালিম, হাফেজ মাওলানা ইউনুছ রেজভী, মাস্টার নুরুল ইসলাম, মাওলানা নুরুল আলম, আবদুল মান্নান আনোয়ারী, মাওলানা মুহাম্মদ সোলাইমান আলকাদেরী, মাস্টার ফজলুল কাদের, যুবনেতা মুনিরুল ইসলাম, ছাত্রনেতা মিজানুর রহমান, ছাত্রনেতা মুহাম্মদ মহিউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা এস এম শাহজাহান বলেন, এদেশের যুব সমাজকে ধ্বংসের জন্য দেশি-বিদেশি ইসলাম বিরোধি শক্তি কাজ করে যাচ্ছে। মাদকের জোয়ারে ভাসছে দেশ। তিনি যুব সমাজকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়গ্রহণপূর্বক বাংলাদেশ ইসলামী যুবসেনার পতাকাতলে এসে সুন্নী মতাদর্শ ভিত্তিক সমাজ বিনিমার্ণে অগ্রনী ভূমিকা পালন করার আহবান জানান। সভাশেষে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মনির আহমদ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply