২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১:০৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ

বৃহস্পতিবার থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ

     

আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
পরীক্ষার নিরাপত্তার কথা চিন্তা করে এইচএসসি ও সমমান পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হবে ১৪ মে। পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে কোচিং সেন্টারের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করে শিক্ষা সংশ্লিষ্টরা।
এর আগে গত এসএসসি পরীক্ষার ৭ দিন পূর্বে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল শিক্ষামন্ত্রণালয়। কিন্তু ওই নির্দেশনা বেশিরভাগ কোচিং সেন্টারই মানেনি।
শেয়ার করুনঃ

Leave a Reply