২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:১৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:১৫ পূর্বাহ্ণ

নাসিরপুর জঙ্গি আস্তানায় আবার অভিযান শুরু

     

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যান সোয়াট সদস্যরা। বর্তমানে তারা জঙ্গি আস্তানায় তল্লাশি চালাচ্ছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
অন্যদিকে পৌর শহরের বড়হাট এলাকায় অন্য জঙ্গি আস্তানার দিক থেকেও সকালে কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল বলেন, ‘ঝড় বৃষ্টি শেষে অপারেশন শুরু হয়েছে। অপারেশন শেষে যদি বলার মত কিছু থাকে তাহলে নাসিরপুরেই সাংবাদিকদের ব্রিফ করা হবে। না হলে দুটি বাড়িতে অভিযান শেষে একবারে জানানো হবে।’
লন্ডন প্রবাসী এক ব্যক্তির মালিকানাধীন এ দুটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার ভোরে ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এরপর দিনভর থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায় দুই এলাকা থেকে।
বিকেলে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট পৌঁছানোর পর নাসিরপুরের জঙ্গি আস্তানায় শুরু হয় ‘অপারেশন হিট ব্যাক’।
সন্ধ্যা সাড়ে ৬টায় বৃষ্টির মধ্যেই অভিযান শুরুর পর বাগানঘেরা ওই বাংলো ধাঁচের বাড়ির দিক থেকে টানা গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছিল। তবে সাড়ে ৭টার পর পরিস্থিতি চুপচাপ হয়ে আসে।
রাত ১১টার দিকে র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মো. মাইনুদ্দীন জানান, আলোর স্বল্পতার কারণে অভিযানে বিরতি দেয়া হয়েছে, ভোরে আবার শুরু হবে। কিন্তু ভোররাতে ঝড়-বৃষ্টি শুরু হলে অভিযান আরো বিলম্বিত হয়। সোয়াট সদস্যরা সকাল সাড়ে ৭টার দিকে নাসিরপুরে এলেও তাদের বৃষ্টি থামার অপেক্ষায় থাকতে হয়।
এরই মধ্যে সোয়াট সদস্যদের একটি দল সকালে বড়হাটের তিনতলা বাড়ি এলাকা ঘুরে আসেন। পরে সকাল ৮টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নাসিরপুরের বাড়ির উঠানে অবস্থান নেয় বলে অভিযান সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান।
প্রায় ১৮ কিলোমিটার ব্যবধানে ওই দুই বাড়িরই মালিক লন্ডন প্রবাসী এক ব্যক্তি। দুই বাড়িতে নারী ও শিশুসহ জনা দশেক লোক রয়েছে বলে ধারণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ওই দুই এলাকায় আগের দিনই ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply