২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৫৩/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ

সুনামগঞ্জ- ২ আসনের উপ নির্বাচনে শেষ পর্যন্ত সিংহ ধরাশায়ী হবে নৌকার কাছে : বিজয়ী হবেন ড.জয়া সেনগুপ্তা

     

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে :
“উল্টা কথা বাও করিয়া দাও আমায়,দাও আমায়
ইদুরে বানররে নাচায় দেখছনি মানব দেহায়।।
সিংহ পলায় শিয়ালের গর্তে,হাতি মরে ইছার লাথে
ঝুনিপোকার আলো পেতে,বিড়াল বসে তপস্যায়।
মরা বলদ নাচে চালে,শকুন ভয়ে যায় পাতালে
লেটাজির বিমানে চলে,আমেরিকা লন্ডনে যায়।।
দোনায় ভাংঙ্গে গাভির শিং বাছুর দেখে কোদায় ফড়িং
খেকশিয়ালের বিড়িং বারিং গন্ডারকে মারিতে যায়।
নীল সমুদ্র গভীর জানি,ছাগলের হয় হাটুপানি
মশামাছির কানাকানি,বাঘভাল¬ুকে সন্দীপ যায়।।
কুনি ব্যাঙ্গে দৌড়ায় রথ,মহিষ গাদার নাইরে তাক্কৎ
নাবুঝিয়া মান ইজ্জত,কেন পুঠকা শালায় গাল ফুলায় ।
উল্টা দেশের উল্টা বাও,রান্দিলে ডাইল হয় পুলাও
ভাব নাবুঝে কেন খাও এ কামাল কয় টেকছি গায়”।।
সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূণ্য হওয়া সুনামগঞ্জ ২ নির্বাচনী এলাকা দিরাই-শাল্লা আসনের উপনির্বাচন ৩০ জুন বৃহ¯পতিবার। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে স¤পন্ন করতে প্রশাসন নিশ্চিন্দ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। প্রচারণার শেষদিনেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী,সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মীনি ড. জয়া সেনগুপ্তা নৌকা প্রতীকে ও স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন রেজু সিংহ প্রতীকের পক্ষে ব্যপক গণ সংযোগ সম্পন্ন করেছেন। প্রার্থীদের পাশাপাশি তাদের সমর্থকরা ব্যাপক পথসভা ও গণসংযোগ করেছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই নৌকার পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক আহমদ হোসেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহিবুর রহমান মানিক এমপি,ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি,আব্দুল মজিদ খান এমপি, ছবি বিশ্বাস এমপি, শামছুনন্নাহার বেগম শাহানা রব্বানী এমপি, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান, সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন কামরান, দপ্তর স¤পাদক এ্যাডভোকেট সামছুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া স¤পাদক এ্যাডভোকেট রনজিত সরকার, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সামছুল হক চৌধুরী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অপর দিকে বিএনপি কৌশলগত কারণে নির্বাচনে না আসলেও স্থানীয় নেতৃবৃন্দ স্বতন্ত্র প্রার্থীর সিংহ প্রতীকের পক্ষে প্রকাশ্যে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রেখেছেন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, সিলেট মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী, হুমায়ুন রশিদ লাবলু সহ সুরঞ্জিত বিরোধীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে মাঠে নেমেছেন। বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের সাথে আলাপ করে জানা যায় বিএনপি এবং সুরঞ্জিত বিরোধীদের সমর্থন পাওয়ায় দিরাই শাল্লার গ্রামে গঞ্জে নির্বাচন জমে উঠেছে। অতীতের সংসদ নির্বাচনের মত এবারের উপ-নির্বাচনও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক হবে এমনটাই ধারণা সবার। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার হাফিজুর রহমান জানান সুনামগঞ্জ ২ আসনের দিরাই ও শাল্লা উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ১ শত ৩১ জন। দিরাই শাল্লায় মোট ১১০ টি ভোট গ্রহন কেন্দ্র রয়েছে। নির্বাচনের সকল প্রস্তুতি স¤পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল জানান নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন নিশ্চিন্দ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১৬ টি ভ্রাম্যমাণ আদালত, পুলিশের ৪৭ টি মোবাইল টিম ও ১৪টি ট্রাইকিং ফোর্সসহ র‌্যাব বিজিবি’র বিশেষ টিম সার্বক্ষনিকভাবে নির্বাচনী এলাকায় অবস্থান করবে। ১১০ টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৬ টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, উপ নির্বাচনে শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোথাও বিশৃঙ্খলার সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোর হস্তে দমন করবে। ভোট গ্রহন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য জনগনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগীতার আহ্বান জানান তিনি। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ এস এম এজহারুল হক বলেন, ভোট গ্রহনের যাবতীয় সরঞ্জাম আজ বুধবারের মধ্যে সকল কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহন করেছে নির্বাচন কমিশন। অধিকাংশ ভোটাররা গানের স¤্রাট বাউল কামাল পাশার উপরোক্ত উল্টা তত্ত্ব গানের “সিংহ পলায় শিয়ালের গর্তে, হাতি মরে ইছার লাথে/ ঝুনিপোকার আলো পেতে,বিড়াল বসে তপস্যায়। উল্টা কথা বাউ করিয়া দাও আমায়” উদ্বৃত্তি দিয়ে বলেন, বাউল কামাল পাশা যেমন তার গানে বনের রাজা সিংহকে শিয়ালের গর্তে প্রবেশ করিয়েছেন তেমনি সংস্কৃতিপ্রিয় দিরাই-শাল্লাবাসী প্রতীকি সিংহকে ব্যালট ভোটে পরাস্ত করবেন। উপনির্বাচনে শেষ পর্যন্ত সিংহ প্রতীক নৌকার কাছে ধরাশায়ী হবে। বিপুল ভোটের ব্যবধানে ড. জয়া সেনগুপ্তারই বিজয় হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply