২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:৫৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ

জুতার যত্ন

     

অনেকে বাইরে থেকে ফিরে ক্লান্ত দেহে যেখানে সেখানে জুতা খুলে ফেলে রাখেন। এটি মোটেই উচিত নয়। জুতা সব সময় র‌্যাকে রাখা ভালো। কারণ, বদ্ধ স্থানে প্রচুর আর্দ্রতা থাকে, যা জুতার জন্য ক্ষতিকর।

শুকিয়ে রাখা : গরমের সময় অনেককে বেশি বেশি হাঁটতে হয় বা এমন কোথাও বসে থাকতে হয়, যেখানে পা ঘেমে যায়। অনেকের আবার পা ঘামার সমস্যা থাকে। এ থেকে জুতাও ভিজে যেতে পারে। এ ক্ষেত্রে সেটি শুকিয়ে র‌্যাকে তুলে রাখতে হবে। কারণ ভেজা জুতা বেশি দিন টেকে না এবং পরদিন পরার সময় এটি থেকে দুর্গন্ধ বের হতে পারে।

পরিষ্কার রাখা : জুতা সব সময় নতুন হতে হবে এমন কোনো কথা নেই, তবে তা অবশ্যই পরিষ্কার হতে হবে। পরিষ্কার জুতা ভদ্রতার পরিচয় বহন করে।

কালি ও পলিশ : চামড়ার জুতা খুব সহজেই তার আর্দ্রতা, প্রাকৃতিক তেল ও নমনীয়তা হারায়। তাই এটিকে নিয়মিত পলিশ করার পাশাপাশি কন্ডিশনার ব্যবহার করা উচিত। দুই সপ্তাহ পর পর চামড়ার জুতা কালি করা ভালো।

শেয়ার করুনঃ

Leave a Reply