২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:১৪/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ণ

শহীদ মিনারে বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠীর মোমবাতি প্রজ্জ্বলন

     

১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাত্রিতে পাকিস্তানী শাসকদের হাতে নির্মমভাবে নিহত শহীদদের স্মরণে জাতীয় হত্যাদিবস উপলক্ষে গতকাল সন্ধা ৬টায় বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠীর উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এক মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান সংগঠনের সভাপতি লায়ন মোঃ জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন। বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোঃ লিফটনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এড. ইফতোখার সাইমুল চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, বাংলাদেশ মহিলালীগের কেন্দ্রীয় সদস্য হাসিনা জাফর, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠি চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি আবু তাহের চিশতী, সংগীতশিল্পী দীপেন চৌধুরী, ছড়াকার আ.ফ.ম. মোদাচ্ছের আলী, প্রণব রঞ্জন চক্রবর্তী, মোশতারি মোর্শেদ স্মৃতি, প্রণব রাজ বড়ুয়া, রেখা বড়ুয়া, জাফর ইকবাল ভুঁইয়া, রীমা দাশ, সাজু বড়ুয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের দিনটি আমাদের জাতির ইতিহাসে ত্যাগের ও হারানোর দিন। ১৯৭১ সালের তৎকালীন পাকিস্তানী সেনারা নির্মমভাবে নিরস্ত্র বাঙালীর উপর অতর্কিত ও নির্মমভাবে হামলা করে হাজার হাজার বাঙালীকে গুলি করে হত্যা করে। পৃথিবীর ইতিহাসে এতবড় গণহত্যা আর কোন দেশে হয়নি। তিনি বলেন বাঙালী ত্যাগের জাতি। জাতীয়ভাবে আজ গণহত্যা দিবস সমগ্র দেশে পালিত হলেও বিশ্বের বুকে এতবড় গণহত্যাকে আন্তর্জাতিক হত্যা দিবসের জোর দাবীও জানানো হয়। সভায় বক্তারা বলেন স্বাধীনতা চেতনা বাস্তবায়নে জাতির অর্থনৈতিক মুক্তির জন্য আগামীতে স্বাধীনতার স্বপক্ষের দল, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনার জন্য সবাইকে শপথ নেওয়ার আহবান। সভাশেষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করেন নেতৃবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply