২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৫৪/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ

বরমা কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

     

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযুদ্ধের সংগঠক শহিদ আবদুস ছবুর খানের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
কলেজের অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরমা কলেজ গভর্নিং বডির সদস্য আবদুল কুদ্দুস, হারুন সওদাগর, অধ্যাপক শিব প্রসাদ শুর, অধ্যাপক খালেদুর রহমান, অধ্যাপক আনিসুল মালেক, অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক আবুল মনছুর, অধ্যাপক আবু তৈয়ব, অধ্যাপক শাকিলা আরাফাত চৌধুরী সনি, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, যুবলীগ নেতা এস এম সেলিম, ছাত্রলীগ নেতা আসহাব উদ্দিন হিরো, ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন হাসান মাহমুদ মামুন, আরমান উদ্দিন, সানজিদা ইসলাম খান, রাজসী সেন, শিমু আকতার, সালমা আকতার, নিশাত তামান্না শিপা, অর্পি বিশ্বাস, পূজা চক্রবর্তী, মহিউদ্দিন, আমেনা বেগম, চন্দন দেবনাথ প্রমুখ। বক্তরা বলেন, বঙ্গবন্ধু‘র সোনার বাংলা গড়ার জন্য সবাইকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক সাথে কাজ করতে হবে এবং জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply