২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৩:০৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:০৪ পূর্বাহ্ণ

তথ্য অন্য প্রতিষ্ঠানের হাতে যাওয়ায় চিন্তিত ফেসবুক

Mark Zuckerberg, chief executive officer of Facebook Inc., listens as Narendra Modi, India's prime minister, not pictured, speaks during a town hall meeting at Facebook headquarters in Menlo Park, California, U.S., on Sunday, Sept. 27, 2015. Prime Minister Modi plans on connecting 600,000 villages across India using fiber optic cable as part of his "dream" to expand the world's largest democracy's economy to $20 trillion. Photographer: David Paul Morris/Bloomberg via Getty Images

     

কেমব্রিজ অ্যানালিটিকা নামের ব্রিটিশ এক রাজনৈতিক পরামর্শদাতা সংস্থাকে অ্যাপের মাধ্যমে নিজেদের বিপুল ব্যবহারকারীর তথ্য ব্যবহারের অনুমতি দিয়ে বেশ বিপাকে পড়েছে ফেসবুক। সম্প্রতি অভিযোগ উঠেছে, এই সংস্থা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারের কাজে লাগিয়েছে। বিষয়টি হঠাৎ সামনে আসায় নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসনও। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
তবে ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরুর খবরে ধস নেমেছে প্রতিষ্ঠানটির শেয়ারে। জানা গেছে, গত দু’দিনে পাঁচ হাজার কোটি ডলারের সম্পত্তি হারিয়েছে ফেসবুক। এর ফলে সামগ্রিকভাবে ফেসবুকের উপর ব্যবহারকারীদের আস্থাও কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিষয়টি নিয়ে ফেসবুকের কর্মকর্তারা মুখে কুলুপ এঁটে থাকলেও জানা গেছে, প্রায় ৫ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়েছে অ্যানালিটিকা। অভিযোগ ওঠায় কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে ফেসবুক। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অ্যানালিটিকা।
মার্কিন রিপাবলিকান শিবির থেকে ডেমোক্র্যাট, দু’দলই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। বেশ কয়েকজন সিনেটর ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে অবিলম্বে জিজ্ঞাসাবাদেরও দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ছাড়াও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। বিবিসি।
ইত্তেফাক/সেতু
শেয়ার করুনঃ

Leave a Reply