২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৫৫/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ

সুনাগরিক ও দেশপ্রেমিক গঠনে মেরন সান অসামান্য ভূমিকা পালন করছে-প্রফেসর ডা. সুলতান-উল-আলম

     

নগরীর মেরন সান স্কুল এন্ড কলেজ, চকবাজার ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন, বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুুষ্ঠান গতকাল ২৮ মার্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন কর্তৃক অনুষ্ঠান উদ্বোধনের পরপরই শুরু হয় ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনদিন ব্যাপি আয়োজিত ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আজ ছিল সমাপনী দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যাপক এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উপস্থাপক প্রফেসর ডা. সুলতান-উল-আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজ-এর কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর রূপেশ চন্দ্র চৌধুরী। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, পরিবেশ গবেষক, সুলেখক, মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক মীর আবু সালেহ শামসুদ্দীন শিশির, চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক শাহনাজ পারভীন, মেরন সান স্কুল এন্ড কলেজ, চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল, চান্দগাঁও ক্যাম্পাসের উপাধ্যক্ষ মোহাম্মদ সালেহ উদ্দীন, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শিহাব উদ্দিন, চিফ একাডেমিক কো-অর্ডিনেটর শিহাব ইকবাল, একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মদ শওকত ওসমান, উৎপল পাল প্রমুখ। আলোচনা সভার পর আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের অংশগ্রহণে আকর্ষণীয় বেলুন ফোলানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠান শেষে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে মাননীয় প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। প্রফেসর সুলতান-উল-আলমকে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উপস্থাপক হিসেবে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘স্বাধীনতা আমাদের জাতীয় জীবনে সর্বোত্তম অর্জন আর এই অর্জন তখনই সার্থক হবে যখন এদেশের শিশু-কিশোরেরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কার্যাবলিতে সাফল্য অর্জনের মাধ্যমে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। মেরন সান স্কুল এন্ড কলেজ প্রতিটি শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা ও আদর্শ লেখাপড়ার মাধ্যমে সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলছে।’ শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ব্যাপারে তিনি শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্ বলেন,‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে বাঙালি জাতির আগামী দিনের ভবিষ্যৎ শিশু-কিশোরদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে এবং মহান মুক্তিযোদ্ধাদের আদর্শ থেকে শিক্ষা নিয়ে যোগ্য নেতা হিসেবে গড়ে উঠতে হবে। মেরন সানের সুদক্ষ প্রশাসনের তত্ত্বাবধানে একঝাঁক আলোকদীপ্ত শিক্ষক-শিক্ষিকাম-লী উক্ত উদ্দেশ্যকে ধারণ করে শিক্ষার্থীদেরকে প্রকৃত মানুষরূপে গড়ে তোলে।’ আলোচনা সভা শেষে শুরু হয় মেরন সান সাংস্কৃতিক স্কোয়াডের অংশগ্রহণে নাচ, গান, কৌতুক ইত্যাদিতে সমৃদ্ধ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক ওসমান বেনজীর ও ঈশিতা চৌধুরী। অনুষ্ঠানে মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাসের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকম-লী উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply