১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৩৮/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ

খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুন:রুদ্ধার করতে হবে-জাফরুল ইসলাম চৌধুরী

     

মহন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে ২৬মার্চ রবিবার সকাল ১০টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি, সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাফরুল ইসলাম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশের মুক্তিকামী জনতা স্বাধীনতা সংগ্রামের ঝাঁপিয়ে পড়েছিলেন। শহীদ জিয়া শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে ক্ষন্ত হয়নি সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীর উত্তম খেতাব লাভ করেন। বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে বীর শহীদদের আত্মত্যাগকে বুকে ধারণ করে আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুন:রুদ্ধার করতে হবে এবং স্বাধীনতার স্বপ্নসাধ জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

আলোচনা সভা শেষে পুরাতন গীর্জার সম্মূখ হতে মিছিল সহকারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি, সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সভায় বক্তব্য রাখেন ও পুষ্পস্তর্পণকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও  সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস মিয়া, সহ-সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম, স্বনির্ভর সম্পাদক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এড. এম নাছির উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল আলম ছোটন, বিএনপি নেতা মাইনুদ্দিন মুহাম্মদ জাহেদ, সরোয়ার আলম নন্না, আবুল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি বদিউল আলম, হারুন কাকল, আবদুল মান্নান, এড. মো. সোহেল, এড. নুরুল আলম, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শহীদুল আলম শহীদ, মো. শাহজাহান হোসেন, আতিকুর রহমান আতিক, মো. ইলিয়াছ হায়দার, জমির উদ্দিন চেীধুরী, নোমানুল হক, নাজিম উদ্দিন, খোরশেদুল হক চৌধুরী, মো. লোকমান উদ্দিন, আলী হোসেন, কফিল উদ্দিন রিমন, মো. আলমগীর, আহমদ নূর, নিজাম উদ্দিন, মো. ইকবাল, এনামূল হক, মো. রাসেল, মো. আইয়ুব প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply