২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৭:১৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:১৬ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু মানবতার কল্যাণে কাজ করে গেছেন

     

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ পোষাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুকাল থেকে মানবতার কল্যাণে এদেশে কাজ করে গেছেন। তিনি জন্ম না হলে এদেশ কোন দিন স্বাধীন হত না। বাঙালি জাতির স্বপ্নপূরণে ১৯৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য নিরঙ্কুশভাবে কাজ করে গেছেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৯ মাস যুদ্ধ শেষে পাক বাহিনীর কাছ থেকে দেশ স্বাধীন করলেও জামায়াত-শিবিরচক্র বঙ্গবন্ধু হত্যা করে এক কালো অধ্যায় রচনা করে। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত উন্নয়ন কাজ করে যাচ্ছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। ১৭ মার্চ (শনিবার) বিকেলে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির এ বক্তব্য রাখেন।
পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূর বাহার করিম ও সাধারণ সম্পাদক সাজেদা বেগমের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সেলিম নবী। বিশেষ অতিথি ছিলেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মাস্টার, আশিষ তালুকদার, মাঈনুদ্দিন চৌধুরী, হাসিনা চৌধুরী, পূর্ণিমা দে, প্রীতিলতা চৌধুরী, রীনা শীল, জোৎস্না আকতার, ছকিনা বেগম, প্রতিমা দে, আয়শা বেগম ও শেফালী ঘোষ প্রমুখ। বক্তারা বলেন, বর্তমানে পটিয়া আওয়ামী লীগের রাজনীতিতে চলছে শোষন, নিপীড়ন ও নির্যাতন। এসব অপ রাজনীতি বন্ধ ও তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আগামী ২১ মার্চ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

শেয়ার করুনঃ

Leave a Reply