২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:০০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

     

 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

আজ শনিবার ১৭ মার্চ বাংলাদেশ আ’লীগ উপজেলা শাখা কর্তৃক আয়োজনে বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে দিবসটি উদযাপন উপলক্ষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আফরুজা বারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, পৌর আ’লীগের  সভাপতি আহসানুল করিম চাঁদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী, উপাধ্যক্ষ হান্নান মিয়া, জাহাঙ্গীর আলম মনজু, সাজেদুল ইসলাম, খুরশিদ জাহান স্মৃতি, আশরাফুল আলম লেবু প্রমুখ। আলোচনা পূর্বে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। আলোচনা শেষে দোয়া  ও পরে অতিথিবৃন্দ কেক কেটে বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী পালন করেন। এছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে ইউএনও এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ  আতিয়ার রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রাশেদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম। আলোচনা পূর্বে একটি র‌্যালী পৌর শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রধান ফটকের তালা ভেঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply