১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৪৬/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৪:৪৬ অপরাহ্ণ

আনোয়ারায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

     

মোঃ সোহেল অানোয়ারা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‍্যালী এবং অালোচনা সভার আয়োজন করেছে অানোয়ারা উপজেলা প্রশাসন।

আনোয়ারা উপজেলা পরিষদের হলরুমে অাজ সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অানোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অালহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন,সহকারী ভূমি কমিশনার অাবদুল মোমিন,আনোয়ারা থানা অফিসার্স ইনচার্জ দুলাল মাহমুদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ফজল অাহমদ সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।এসময় বক্তরা বলেন, বঙ্গবন্ধুর জম্ম হয়েছে বলে বাংলাদেশের জন্ম হয়েছে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিল বলে আজ সোনার বাংলা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি বিপ্লবের প্রেরণা যুগিয়েছে সমগ্র বাঙ্গালি জাতিকে।আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অাত্মার মাগফেরাত ও মুক্তিযুদ্ধে সকল শহীদদের জন্য দোয়া করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply