২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:৫৯/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ

হাইলধর বেড়ীবাঁধ নির্মানের কাজ দ্রুত গতিতে চলছে

     

আনোয়ারার হাইলধর ইউনিয়নের ফকিরহাট বেড়ীবাধঁ নির্মানের কাজ দ্রুত গতিতে চলছে। দুটো প্যাকেজে ১৭কোটিরও অধিক চুক্তি মূল্যে এই বাঁধ নির্মাণের কাজ হচ্ছে। এই বাঁধ নির্মিত হলে শঙ্কের ভাঙ্গন থেকে বিস্তীর্ণ অঞ্চল ও এতদঞ্চলের জানমাল রক্ষিত হবে।

সুত্রমতে, এখানে দুটো প্যাকেজে ভিন্ন ভিন্ন চুক্তিমূল্যে বাঁধ নির্মিত হচ্ছে। ৬০০মিটার বাধঁ নির্মাণের চুক্তিমূল্যে নির্ধারিত হয় ৭কোটি ৪৫লাখ ৫২হাজার টাকা। এটির কাজ শুরুর তারিখ ছিল ১৫ মার্চ ১৭। যদিও নিদিষ্ট সময়ে সংশ্লিষ্ট কন্ট্রাক্টর কাজ শুরু করতে পারেনি।  এই প্যাকেজের কাজ শেষ হবে চলতি বছরের ৪ জুলাই । পানি উন্নয়ন বোর্ড সুত্রমতে আজ পর্যন্ত এই প্যাকেজে ৮২ভাগ কাজ সম্পন্ন হয়েছে।তদারকি সংস্হা আশা করছে নিদিষ্ট সময়ে এই বাঁধ নির্মাণের কাজ শেষ হবে। এদিকে অপর প্যাকেজের ৭৪৫ মিটারের কাজও ৬৫ভাগ শেষ হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এ প্রজেক্টটির চুক্তিমূল্যে হলো ৯কোটি ৮৯লাখ ১২হাজার টাকা।

শেয়ার করুনঃ

Leave a Reply