২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:২৬/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ

শার্শা বাগআঁচড়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

     

 

বেনাপোল প্রতিনিধি 

দীর্ঘ দিনের যানজট পূর্ণ যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বাগুড়ী বেলতলা বাজার পর্যন্ত রাস্তার দু’পাশে সিএন্ডবি উপরে অবৈধ স্থাপনা কাঠের টোং, ফলের দোকান, দোকানের বাড়তি ছাউনি অবশেষে উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় নাভারন হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট পলিটন মিয়া’র নেতৃত্বে এবং বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমানসহ একদল পুলিশ সদস্য এ উচ্ছেদ অভিযান চালিয়েছে।
নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলিটন মিয়া জানান, হাইওয়ে রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা দীর্ঘদিন থাকার কারনে রাস্তায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের দূর্ঘটনাসহ নানা ভোগান্তি পোহাতে হয়। গত কয়েকদিন আগেও এক মর্মান্তিক সড়ক দুর্ঘনায় দুই কোমলমতি শিশুর করুন মৃত্যু ঘটে। যার ফলে গতকাল বুধবার দিনভর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বাজারের দু’পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। কিন্তু ফলাফল ভাল না হওয়ায় উপর মহলের নির্দেশে রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এদিকে তার এ মহতি উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছে এলাকার সূধীজনেরা।

শেয়ার করুনঃ

Leave a Reply