২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৪৬/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জে উপ-নির্বাচন পরবর্তী হামলা, ভাংচুর

     

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করার পূর্ব মহুর্তে পরাজয় নিশ্চিত জেনে মঙ্গলবার দিবাগত রাতে পরাজিত দলের সমর্থকরা হামলা ও ভাংচুর চালিয়ে জাতীয় পাটির নব-নির্বাচিত এমপি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর ব্যক্তিগত কার গাড়িসহ ৩টি মাইক্রোবাস, ১০টি মোটরসাইকেল ভাংচুর করেছে। উপজেলা জাতীয় পাটির দপ্তর সম্পাদক- রাকিব হাদিউল ইসলাম জানান, পরাজিত দলের সমর্থকরা জাপা সমর্থক সুন্দরগঞ্জ ফিলিং ষ্টেশনের অফিসঘর ভাংচুর করে। নব নির্বাচিত এমপি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর কার গাড়িসহ ভাংচুরকৃত গাাড়িসমূহ ফিলিং ষ্টেশনে পার্কিং করা ছিল। পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু জানান, হামলাকারিরা উপজেলা পরিষদ হতে পৌর শহরের বাইপাস মোড় পর্যন্ত বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে এবং সড়কে চলাচলকারি জাতীয় পার্টির সমর্থকদের মারপিট করে। পরাজিত দলের সমর্থকরা তার ব্যবসা প্রতিষ্ঠান স্মৃতি ক্লোজ ষ্টোরে এবং জাতীয় পাটির উপজেলা কার্যালয়ে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাংচুর করে। তিনি দাবি করেন- এতে জাতীয় পাটির কমপক্ষে ২০ জন সমর্থক আহত হয়েছে। আহতরা বিভিন্ন পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসাধীন রয়েছে। উপ-নির্বাচনের ফলাফল ঘোষণার পর নব-নির্বাচিত এমপি হামলা ও ভাংচুরের বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের নিকট অভিযোগ করেছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ নিয়ে এখন পর্যন্ত মামলা হয়নি। ওসি আতিয়ার রহমান জানান- এ ব্যাপারে তদন্ত চলছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply