২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:১০/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ

ছাত্রলীগের হস্তক্ষেপে বর্ধিত মাসিক ফি স্থগিত

     

সরকারী নিয়ম অনুযায়ী অভিভাবকদের সাথে আলোচনা না করেই অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর স্বাক্ষর প্রতারণার মাধ্যমে সংগ্রহ করে নগরীতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বছরের মার্চ মাস থেকে তাদের বেতন বৃদ্ধি করেছিলো। চট্টগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজেও ২৫০০ জন শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন ২০০ টাকা বৃদ্ধি করার জন্য সার্কুলেশন জারি করেছিলো। খবর পেয়ে আজ স্কুল পরিদর্শন করে অভিভাবক প্রতিনিধিদের সাথে সাক্ষাত করে ঘটনার সত্যতা পেয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। ফলশ্র“তিতে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহিদা নাসরিন শিউলীর সাথে দেখা করে তা প্রত্যাহারের দাবী জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। অন্যতায় অভিভাবকদের সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন করার ঘোষণাকে কেন্দ্র করে স্কুলটি অনির্দিষ্টকালের জন্য অতিরিক্ত বেতন সংগ্রহের আদেশটা স্থগিত করেছে।
এসময় উপস্থিত ছিলেন অভিভাবক ফোরামের মোহাম্মদ সোলায়মান,বাবুল চৌধুরী,আইয়ুব আলী, মোঃ রুবেল, মাজহারুল ইসলাম, মোঃ ফরহাদ সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক নুরুল আজীম রনি, ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম, কাজী নাঈম, মাইমুনুল ইসলাম মামুন, আব্দুল কাদের, মুজিবুর রহমান রাসেল, নোমান চৌধুরী রাকিন সহ প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply