১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৫৬/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ

দ্য প্রটেকটরের খলনায়ক থাই গ্যাংস্টার প্রিন্স এআর

     

 

 

কনটেক্স জি ফিল্মস এর ব্যানারে বাংলাদেশে নির্মিত চার ভাষার ওয়েব সিরিজ ‘দ্য প্রটেকটর’ এর খলনায়ক চরিত্রে অভিনয় করছেন প্রিন্স এআর। ওয়েব সিরিজটি নির্মিত হবে বাংলা, ইংরেজি, আরবি ও ফ্রেন্স এই চার ভাষায়। ‘দ্য প্রটেকটর’ পরিচালনা করছেন নির্মাতা অনিক কান্তি সরকার। গল্প লিখেছেন অনিক কান্তি সরকার ও নোমান হোসেন।

‘দ্য প্রটেকটর’ সিরিজে প্রিন্স এআরের চরিত্রের নাম জিজাস। জিজাস(প্রিন্স) মূলত থাইল্যান্ডের গ্যাংস্টার হলেও সম্প্রতি তার নজর পড়েছে বাংলাদেশের প্রতি। জিজাস(প্রিন্স) নিয়ন্ত্রিত গ্যাংয়ের সন্ত্রাসীরা দেশে খুন, অপহরণ, দখলদারীর মত ভয়ংকর কাজগুলো করে থাকে। বিপুল পরিমান অর্থের বিনিময়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নীল নক্শা তৈরি করে এই জিজাস।

সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে ‘দ্য প্রটেকটর’ সিরিজের পোস্টার। এতে কেন্দ্রীয় চরিত্র সাজিদ খানের নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় তারকা অন্তু করিম। আগামী ১৭ মার্চ অন্তর্জালে মুক্তি পাবে ফার্স্টলুক টিজার।

প্রিন্স এআর জানান, ‘জিজাস চরিত্রটি একজন থাই গ্যাংস্টারের। অনেক স্টান্ট করতে হচ্ছে নিজেকে, মার্শাল আর্টের ব্যবহার প্রচুর। বেশ যত্নের সাথে কাজ হচ্ছে, আশা করি একশন দৃশ্যে দর্শকরা নতুন কিছু দেখতে পাবে’।

পরিচালক অনিক কান্তি সরকার জানান, ‘বাংলাদেশকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে যাই, আশা করি বাংলাদেশসহ দেশের বাইরের দর্শকদের কাছে বেশ উপভোগ্য হবে ‘দ্য প্রটেকটর’।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply