১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৫০/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ

ধামাইরকুলে মহোৎসব সম্পন্ন

     

 

চন্দনাইশের বরমা ইউনিয়নের উত্তর মাইগাতা ধামাইরকুল জনপ্রিয় সংঘের উদ্যোগে শ্রীশ্রী কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ২২ তম অষ্টপহরব্যাপী তারকব্রক্ষ্ম মহানামযজ্ঞ মহোৎসব ও এতৎপূর্ব মহতি ধর্মসভা সম্প্রতি (৮-১০ মার্চ) যথাযথ ধর্মীয় মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে সম্পন্ন হয়। জনপ্রিয় সংঘ ও মহোৎসব কমিটি’র সভাপতি সমীর কান্তি দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বিশিষ্ট ধর্মতত্ববীদ ও সমাজ চিন্তক অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন কাস্টম সুপারিন্টেন্ডেন্ট সন্তোষ কুমার দে। বিশেষ অতিথি ছিলেন বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, আওয়ামীলীগ নেতা আহসান ফারুক, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও ইউপি সদস্য নওশা মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুসুদন দেব, রবীন্দ্র লাল দেব, সজল দেব, বিধান কৃষ্ণ দেব, দিলীপ দেব সজল, ডা. সৈকত দেব জয় প্রমুখ। ধর্মসভায় সঞ্চালনা করেন নিধান কৃষ্ণ দেব ও মিলন কান্তি দত্ত। পৌরহিত্য করেন বৈষ্ণবপ্রবর প্রিয়ব্রত গোস্বামী তনু ও সুবল চক্রবর্তী। নামসুধা পরিবেশন করে শ্রীশ্রী বেদবাণী সম্প্রদায়, শ্রীশ্রী বলদেব জিউর সম্প্রদায়, শ্রীশ্রী বিশ্ববন্ধু সম্প্রদায় ও সুচিয়া শুক্লাম্বর সম্প্রদায়। অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, মহাপ্রসাদ আস্বাদন, নামসংকীর্তণ, নগর পরিক্রমা ইত্যাদি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply