২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:১১/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ

আনোয়ারায় নারায়ণ রাম ঠাকুর মন্দিরে নামযজ্ঞ

     


চট্টগ্রাম জেলার আনোয়ারা শিলালিয়া গ্রামে শ্রী শ্রী সত্য নারায়ণ রাম ঠাকুর মন্দিরে  প্রাঙ্গণে  মন্দিরে  কমিটির আয়োজনে ১৯তম বার্ষিক অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব ও নামযজ্ঞ অনুষ্ঠিত হয়।গত ১০ মার্চ শনিবার সকালে নগর পরিক্রমা ও  দধিভাণ্ড ভঞ্জনের মধ্য দিয়ে নামযজ্ঞের সম্পন্ন  হয়। বৃহস্পতিবার শুভ অধিবাসের মাধ্যমে সূচনা হয় । ৮মার্চ বৃহস্পতিবার রাত ৭ঘটিকায় ধর্মসভায় অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু প্রনব দাশ গুপ্ত।মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধন করেন ধর্মপরিব্রাজক শ্রীমৎ স্বামী স্বরুপানন্দ গিরি মহারাজ,অধ্যক্ষ বেনারস ইউনিভারসিটি ভারত।উৎসব কমিটির সভাপতি ডাঃ নারু গোপাল দাশের সভাপতিত্ব এসময় আরো উপস্থিত ছিলেন,প্রধান বক্তা হিসেবে বিশিষ্ট ধর্মতত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী,ভাগবতীয় আলোচক ভুপতি ভূষণ মিত্র,চট্টগ্রাম জেলা জজ আদালত প্রশাসনিক কর্মকর্তা গোবিন্দ প্রসাদ দাশ,পি.এ জেলা ওদায়রা জজ আদালত চট্টগ্রামের বাবু অঞ্জন চৌধুরী, বাবু উত্তম মজকুরী(সহকারী রেজিষ্ট্রশন অফিসার,চট্টগ্রাম)।রনজিত দাশ(সাবেক ইউপি সদস্য,বিজন চন্দ্র দাশ,অজয় বরুন সিকদার,লিটন চৌধুরী সুধীর দাশ বাবুল (সভাপতি মন্দির পরিচালনা পরিষদ)অসিত বরণ সিকদার,বসুলাল দাশ প্রমূহ।সুজিত চৌধুরী উপস্থাপনায় ধর্মীয় সংগীত পরিবেশন করেন টিভি বেতার শিল্পী অনুপম দেবনাথ ও বাংলাদেশ আইডল ও টপ ফাইনালিষ্ট শিল্পী তৃষা। ৯ মার্চ শুক্রবার অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তনে নামসুধা বিতরন করেন,শ্রী শ্রী জয় রাধে সম্প্রদায়- পিরোজপুর।, শ্রী শ্রী রামসংঘ সম্প্রদায়- চট্টগ্রাম,শ্রী শ্রী সত্য নারায়ণ সম্প্রদায়- হাটহাজারী,শ্রী শ্রী গুরু  সম্প্রদায়- পোর্ট কলোনী । মহোৎসবে  মহাপ্রসাদ বিতরণ করা হয়

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply