২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৩২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:৩২ পূর্বাহ্ণ

যুদ্ধাপরাধের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

     

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালীর জামায়াত নেতা আমির আলীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মামলার অপর আসামি আব্দুল কুদ্দুসকে ২০ বছরের কারাদণ্ড হয়।
আজ মঙ্গলবার সকালে চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। এর আগে গত ৬ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।
২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার আসামি ওই চারজনের মধ্যে কারাগারে রয়েছেন আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলী, জয়নাল আবদিন ও আব্দুল কুদ্দুস। পলাতক রয়েছেন আবুল কালাম ওরফে এ কে এম মনসুর। মামলার অন্য আসামি ইউসুফ আলী গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০১৬ সালের ২০ জুন অভিযোগ গঠনের মাধ্যমে এ চারজনের বিচার শুরু হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply