২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:২৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ

‘রাজনীতিতে নারী : অগ্রগ্রতি ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা

     

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার ‘রাজনীতিতে নারী : অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষ গোলটেবিল বৈঠক ডিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ‘প্রেস ফর প্রসেস’ শ্লোগানের আলোকে বাংলাদেশে নারী রাজনৈতিক অংশগ্রহণ, অবস্থান ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়। সভায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে আরো সুদৃঢ় করতে বক্তারা মতামত তুলে ধরেন। বক্তারা আরো বলেন, বাংলাদেশের আড়াই দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ও রাজনৈতিক দলের চালকের আসনে নারী। দুটি প্রধান দলের শীর্ষ পদে নারী নেতৃত্ব থাকা সত্ত্বেও আমাদের রাজনৈতিক কাঠামো নারীর ক্ষমতায়নে সহায়ক নয়। পুরুষতান্ত্রিক মানসিকতা ও তাদের রাজনীতিতে আশার পথে বাধা হয়ে দাঁড়ায়। রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার পূরণ করতে হলে তৃণমূল পর্যায় থেকে নারীর নেতৃত্ব গড়ে তোলার উপর জোর দিতে হবে। সংখ্যা পূরণই একমাত্র প্রতিকার নয়।

রাজনৈতিক সংস্কৃতিকে এমন উন্নত পর্যায়ে নিতে হবে, যেখানে পুরুষের পাশাপাশি নারীর সমভাবে রাজনীতিতে অংশগ্রহণে আগ্রহী হয়। সভায় আসন্ন নির্বাচনে সাধারণ আসনে নারীর উল্লেখযোগ্য সংখ্যক মনোনয়ন ও ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিটি কমিটিতে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন। ইউএসআইডি ও ইউকে এইড এর যৌথ অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এই আলোচনা সভার আয়োজন করে। ২০১১ সাল থেকে এই সংগঠনটি বাংলাদেশে অধিকতর অংশগ্রহণ মূলক রাজনৈতিক পরিবেশ তৈরিতে কাজ করছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের জ্যৈষ্ঠ আঞ্চলিক সমন্বয়ক মোঃ সদরুল আমিন’র সঞ্চালনায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলওয়ারা ইউছুফ, সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালিত, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনা, উত্তর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক, নারগিস ভূইয়া, যুগ্ম আহবায়ক জান্নাতুল ফেরদৌস, দক্ষিণ জেলা মহিলা দলের সিনিয়র সহ সহভাপতি সেলিনা হক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর আবিদা আজাদ, আশিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ হাশেম, সেলিম হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ডিআই রাজনৈতিক ফেলো ইরফানুল হাসান রকি, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের ডিআই রাজনৈতিক ফেলো প্রকৌশলী সনাাতন চক্রবর্তী বিজয়, চট্টগ্রাম মহানগর বিএনপি ডিআই রাজনৈতিক ফেলো মোহাম্ম্দ সাইফুল আলম প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply