২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:০৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:০৭ পূর্বাহ্ণ

আজ গুগল সেজেছে লাল সবুজে

     

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লাল-সবুজে সেজেছে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। জাতীয় পতাকার রঙ লাল-সবুজে ডুডল রাঙিয়ে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছে এই টেক জায়ান্ট।
 সার্চ অপশনটির ওপরে ‘গুগল’ লেখাটিকে পতাকার আদলে সাজানো হয়েছে। ‘ও’ অক্ষরটিকে পতাকার বৃত্তের মতো করে লাল বর্ডার দিয়ে রাঙানো হয়েছে। ভেতরে রয়েছে বাংলাদেশের পতাকা। একজন কিশোরী পতাকা নিয়ে দৌঁড়ে যাচ্ছে, এমন ছবি শোভা পাচ্ছে ডুডলে। এর ওপর ক্লিক করলে স্বাধীনতা দিবস সম্পর্কিত তথ্যও জানা যাচ্ছে।
বছরব্যাপী বিভিন্ন দিবস উপলক্ষে বিশেষ বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। এর আগে ২০১৩ সালে প্রথমবারের মত স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে বাংলাদেশীদের শুভেচ্ছা জানায় প্রতিষ্ঠানটি। এরপর ২০১৫ ও ২০১৬ সালেও বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করা হয়। একইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা দিবস সংক্রান্ত তথ্যও জানানো হয়। তবে শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে গুগলের এ বিশেষ ডুডল।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply