২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১১:৫২/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন সেখ মোজাফ্ফর হোসেন

     

 নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সেখ মোজাফ্ফর হোসেন। গত বৃহস্পতিবার তাকে এ পদোন্নতি দেয়া হয়। সেখ মোজাফ্ফর হোসেন ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। দীর্ঘ ৩০ বছরের চাকরি জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, মনিটারি পলিসি বিভাগ এবং ব্যাংক পরিদর্শন বিভাগসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক সম্মানসহ এম.এস.এস ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি হতে অর্থনীতিতে মাস্টার্স এবং ইতালির আইটিসি (আইএলও) হতে প্রোজেক্ট ফাইন্যান্সিং এর উপর ডিপ্লোমা সম্পন্ন করেন।
তিনি কানাডা, ইংল্যান্ড, জার্মানী, ইতালি, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ হতে ব্যাংকিং এবং সেন্ট্রাল ব্যাংকিংয়ের উপর প্রশিক্ষণ নেন।
শেয়ার করুনঃ

Leave a Reply