১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:১৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ

জয়নগর ক্লাবের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় আবু সুফিয়ান

     

চকবাজারের ঐতিহ্যবাহী জয়নগর ক্লাবের উদ্যোগে ২০১৭ সালের পি.এস.সি ও জে.এস.সি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গত  ক্লাবের সভাপতি মোঃ নাজিম উদ্দীনের সভাপতিত্বে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের পরিচালক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর ও ক্লাবের উপদেষ্ঠা আলহাজ্ব সাঈয়েদ গোলাম হায়দার মিন্টু, রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ছরোয়ার ছালেক সিকদার, দেশটিভি চট্টগ্রামের ব্যুরোচীফ সাংবাদিক আলমগীর সবুজ, মুক্তিযোদ্ধা অনিমা কামাল। জয়নগর ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক পুযয়িতা দত্ত মমের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আয়াজ মোঃ রকি, সহ সভাপতি আ.স.ম. সালাউদ্দীন মনসুর, আলতাফ হোসেন, রাশেদুজ্জামান চৌধুরী শিমুল, ওমর ফারুক আলম, যুগ্ন সম্পাদক কফিল উদ্দীন, শাহেদ হোসেন, সাংগাঠনিক সম্পাদক মাকসুদ জামিল মারুফ, অর্থ সম্পাদক শাহাদাত টিপু, প্রচার সম্পাদক সৈয়দ মোঃ মঈন, ক্রীড়া সম্পাদক স্বপন, সহ ক্রীড়া সম্পাদক নয়ন মজুমদার প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের শিক্ষার্থীদের ভালো লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। তাদের এখনই জানার ও শেখার সময়। এই বয়সেই তাদেরকে আলোকিত তথা দেশপ্রেমিক নাগরিক হওয়ার শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের মনে স্বপ্নের বাগান তৈরি করতে হবে যাতে করে তারা আগামীতে নিজেকে একজন দায়িত্ববান ও প্রতিষ্ঠিত মানুষ হিসেবে সমাজ উন্নয়নে ভুমিকা রাখতে পারে। তিনি আরো বলেন চকবাজার ওয়ার্ডকে বর্তমান কাউন্সিলরের সুযোগ্য নেতৃত্বে আরো উন্নত পরিবেশ এবং মাদক, সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে এই এলাকাকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করতে জয়নগর ক্লাবকেও দায়িত্বের সহিত কাজ করার আহবান জানান। তিনি এই এলাকার কৃতীসন্তান বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক পুলিন দে ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী এনামুল হক দানুসহ প্রয়াত সকল নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সভায় মুক্তিযোদ্ধা অনিমা কামালকে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, পি.এস.সি ও জে.এস.সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক এবং প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি সাংবাদি আবু সুফিয়ান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply