১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৩৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ

তাহিরপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ থামালেন উপজেলা চেয়ারম্যান

     

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের ঘোষনা দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ নিজ উদ্যোগে থামালেন উপজেলা চেয়ারম্যান।  ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এলাকাবাসী জানায়,গত শনিবার সন্ধ্যা শিমরামপুরের মতিউর রহমান ও তরং কনকন,আলী হোসেন গ্রুপের লোকজনের মধ্যে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে তরং বাজারে কথাকাটাকাটি হয়। এরপর দু-পক্ষেই উত্তেজিত হয়ে ঘোষনা দেয় রবিবার সকালে সংঘর্ষে লিপ্ত হবে। এই সংবাদ স্থানীয় লোকজন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল কে জানালে রবিবার ভোরেই তিনি তরং ও শিবরামপুর গ্রামের মধ্যবর্তি স্থানে দেশীয়ও অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষের সময় উত্তিজিত অবস্থায় উপস্থিত হয়ে দু-পক্ষকেই শান্ত করেন। পরে শ্রীপুর বাজারে দু-পক্ষকেই নিয়ে সাবেক চেয়ারম্যান হাজী আবুল হোসেন খাঁ,বর্তমান চেয়ারম্যান খসরুল আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগনের উপস্থিতিতে সংঘর্সের মূল বিষয় নিলে সমাধানের জন্য দু-পক্ষকে নিয়ে সোমবার বিকালে বসার জন্য নিদ্ধান্ত নেন। এতে করে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে বিরত থাকে দু-পক্ষই। স্থানীয় লোকজন জানান,সংঘর্ষ হলে এলাকার চরম বিশৃংখলা হত। যে পরিবেশ তৈরী হয়েছিল তাতে কয়েকজন মারা যাবার সম্ভাবনা ছিল। উপজেলা চেয়ারম্যানের চেষ্টা সহ সবাই এগিয়ে আসার সংর্ঘস হয়নি। এখন এলাকার পরিবেশ নিরব রয়েছে। উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম জানান,দু-গ্রামের সবাইকে নিয়ে সমাধানের জন্য আলোচনা হয়েছে। এ বিষয়ে সোমবার বসব। এবিষয়ে তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন,স্থানীয় লোকজন আমাকে সংঘর্ষের বিষয়টি ফোনে জানালে আমি সেখানে গিয়ে উত্তেজিত পরিবেশ নিয়ন্ত্রন করে সবাইকে নিয়ে বসে বুজিয়ে সমাধানে কথা বলি। এতে সবাই রাজি হয়েছে। কোন সমস্যা সমাধানের জন্য আলোচনা করেই সমাধান করা যায় সংঘর্ষ করলে দু-পক্ষই ক্ষতিগ্রস্থ হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply