২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১:০৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:০৫ পূর্বাহ্ণ

শুদ্ধ পথের পথিক ও দিওয়ান-ই-ওয়সী গ্রন্থের মোড়ক উম্মোচন সম্পন্ন

     

 

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি, ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন রচিত প্রাচীন চট্টগ্রামের চৌদ্দ জন কালজয়ী ইসলামী মনীষীদের জীবনী নিয়ে “শুদ্ধ পথের পথিক” ও জগৎ বিখ্যাত দার্শনিক, ফার্সি ভাষার মহাকবি, চট্টগ্রামের কৃতিপুরুষ রসূলনোমা সুফি ফতেহ আলী ওয়সী (রহ.) এর ফার্সি কাব্য “দিওয়ান-ই-ওয়সী” বাংলা সংস্করণ গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠান ৩ মার্চ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ইতিহাস গবেষক অধ্যক্ষ মুহাম্মদ ইউনুছ কুতুবীর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থ দুইটির মোড়ক উম্মোচন করেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রফেসর ড. মঈন উদ্দিন আহমদ খান। আলোচনায় অংশগ্রহণ করেন, সাংবাদিক এ.কে.এম. আবু ইউসুফ, মাওলানা রেজাউল করিম তালুকদার, গ্রন্থের লেখক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, ইঞ্জিনিয়ার নুর হোসেন, মাওলানা আবদুল করিম, অধ্যাপক দিদারুল আলম প্রমূখ। গ্রন্থের মোড়ক উম্মোচনকালে প্রফেসর ড. মঈন উদ্দিন আহমদ খান বলেছেন, সুফি ফতেহ আলী ওয়সী (রহ.) ছিলেন জগৎ বিখ্যাত দার্শনিক এবং ফার্সি ভাষার বিখ্যাত কবি। তাঁকে রসূলনোমা পীর বলা হত। দিওয়ান-ই-ওয়সী তাঁর বিখ্যাত ফার্সি কাব্য গ্রন্থ। ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন ঐতিহাসিক এই গ্রন্থটি বাংলা সংস্করণ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। তিনি আরো বলেন শুদ্ধ পথের পথিক গ্রন্থটিতে চট্টগ্রামের বড় বড় বুজুর্গদের জীবনী গ্রন্থ প্রকাশের মাধ্যমে বর্তমান প্রজন্মকে প্রাচীন ইসলামিক ইতিহাস তুলে ধরেছেন। গ্রন্থ দুটি ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

Leave a Reply