২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:৪৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভায় বক্তারা সত্যিকারের জ্ঞানে হয় মানব কল্যাণ

     

বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ)’র আয়োজনে আলীম পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, দোয়া মাহফিল ও হেফজ বিভাগ থেকে হেফজ সমাপ্তকারী ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৩ মার্চ সকাল ১১ টায় বরকল মাদ্রাসা অডিটোরিয়ামে প্রাশিপের আহবায়ক সংগঠক মুহাম্মদ জসিম উদীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ৪নং বরকল ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান। প্রাশিপের সদস্য মুহাম্মদ আদনান তাহিরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাশিপ অর্থ সচিব জি.এম শাহাদত হোছাইন মানিক। বিদায়ী শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রাশিপের সচিব মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদাউসুল আলম খান আলকাদেরী, প্রভাষক মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন চৌধুরী, প্রফেসর সৈয়দ ওসমান গণী, মাওলানা হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী, মাওলানা শফিকুল্লাহ হালেমী, মাওলানা মুহাম্মদ আবদুর রহমান।
এতে বক্তারা বলেন, প্রতি বছর দেশে জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীর তালিকা আমরা দেখতে পাই। সবাই আজ মেধাবী তালিকায় স্থান লাভ করতে শিক্ষা অর্জন করছে। অথচ এ প্রজন্ম সঠিক শিক্ষা পাচ্ছে না। তাই দুর্নীতি, সন্ত্রাস, মাদকাসক্তি, জঙ্গিবাদের মত মারাত্মক অপরাধে জড়িয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য চাই সৃজনশীল মেধার সুষম বিকাশ। বক্তারা আরো বলেন, বর্তমানে প্রয়োজন গাইড বই ভিত্তিক জ্ঞান অর্জন না করে শিক্ষার্থীদের হতে হবে সৃজনশীল। যে জ্ঞান মানুষকে বিপদগ্রস্থ করে, তা থেকে দূরে থাকতে হবে। যে জ্ঞান মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলে, সে জ্ঞান অর্জন করতে হবে। সঠিক জ্ঞান অর্জন ছাড়া নিজ, দেশ ও জাতির কল্যান সম্ভব নয়। সত্যিকারের জ্ঞানেই হয় মানব কল্যাণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ সামশুদ্দীন জামী, মাস্টার এনামুল হক, রোখসানা আখতার, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মাস্টার আমির হোসেন, মুহাম্মদ আরকান, হাফেজ মুহাম্মদ আবদুল কাদের, আমেনা খাতুন, হাফেজ মুহাম্মদ শফিউল করিম, মুহাম্মদ আবদুল মুবিন, অশোক কুমার সুশিল, মামুন মিয়া, শারমিন আকতার, শারমিন সুলতানা, মোসাব্বির খান মাহি, মুহাম্মদ শাহাদাত, হাসনাইন রেজা হাসিব, মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ হোসেন প্রমুখ। শেষে ছাত্রছাত্রীদের পড়ালেখার উন্নতি, দেশ ও জাতির সফলতা কামনা করে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ শফিকুল্লাহ হালেমী।

শেয়ার করুনঃ

Leave a Reply