১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৪১/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ

গাইবান্ধায় পথসভা, উঠান বৈঠক ও ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা

     

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
১৩ মার্চ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ উপ-নির্বাচন। উপ-নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি ও ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতা কর্মীর নৌকা এবং লাঙ্গল মার্কার প্রচার প্রচারণায় মেতে উঠেছেন। পথসভা, উঠান বৈঠক ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপ-নির্বাচন নিয়ে এখানকার রাজনীতির মাঠ এখন সরগরম। এই আসনে মূলত: আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যেই ভোট যুদ্ধ সীমাবদ্ধ থাকবে বলে রাজনীতি সংশ্লিষ্টদের ধারণা। রাতের ঘুমকে হারাম করে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলছেন প্রার্থীরা। পথসভাসহ ভোটারেরদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন প্রার্থী ও সমর্থকরা। প্রচারনা তুঙ্গে উঠছে। চারজন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী ও আ’লী প্রার্থী আফরুজা বারীর পদচারনা গোটা উপজেলাকে সজাগ করে তুলেছে। উভয় প্রার্থী এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, নদী ভাঙ্গন রোধ, বেকারত্ব দুরিকরনসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করে যাচ্ছেন। সাধরণ ভোটারদের দাবি লড়াই হবে লাঙ্গল ও নৌকার মধ্যে। তবে এখন পযন্ত লাঙ্গল এগিয়ে রযেছে। আবার অনেক ভোটার সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকায় রয়েছে। অপর দুই প্রার্থী এনপিপির জিয়া জামান খান এবং গণফ্রন্টের শরিফুল ইসলামকে এখন পযন্ত মাঠে দেখা য়ায়নি এমনকি তাদের পোষ্টার পর্যন্ত দেখা যায়নি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply