২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৩১/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ

আসুন জঙ্গিবাদ কে না বলি

     

আসুন জঙ্গিবাদ কে না বলি …জঙ্গি মানে সৈনিক। বাংলায় একে ‘বাদ’ তথা মতবাদ বলা হলেও বাস্তবে এর কোনো সুগঠিত তাত্ত্বিক ভিত্তি নেই। মৌলবাদের মতো কোনো সুস্থির প্রক্রিয়ার মধ্য দিয়েও এটি প্রতিষ্ঠিত হয়নি। ইংরেজিতে এটি বুঝাতে ‘মিলিট্যান্ট’ বা ‘মিলিট্যান্ট এক্সট্রিমিজিম’ ব্যবহৃত হয়। প্রাচীনকালে ধর্মগোষ্ঠীর গোপন হানাহানির অনেক আখ্যান চালু থাকলেও সেসব ধর্মগোষ্ঠীকে জঙ্গি বলা বা বোঝানো হতো না। কারণ এখনকার সময়ে অধিকাংশ দেশে সাধারণের অস্ত্রধারণ যেমন বেআইনি, ইতিহাসে সবসময় তেমন ছিল না। ফলে এখন অস্ত্রধারী হলেই যেভাবে দেখা হয়, অতীতে তেমনটা ভাবার কোনো কারণ ছিল না।জঙ্গিবাদ সারা বিশ্বেই তার বিষ নিঃশ্বাস ছড়াচ্ছে। আমাদের দেশে তারা দীর্ঘদিন থেকে শিকড় গড়ার চেষ্টা করছে। জঙ্গিবাদের মূলোৎপাটন করতে হলে সাম্রাজ্যবাদীদের হটাতে হবে। আমাদের দেশেও বিভিন্ন স্তরে তাদের নিয়ন্ত্রণ রয়েছে। এসব সংযোগ ধরেই এদেশে জঙ্গি চালান দেওয়া হচ্ছে। দেশকে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে?সেই সাথে জঙ্গিবাদ দমনে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থকে পরিহার করে দেশের স্মার্থে সবাইকে এক হতে হবে । আমাদের বর্তমান প্রশাসন যদিও অনেকাংশে সফল তারপরেও বলা যাবেনা যে তা পুরোপুরি নিয়ন্ত্রনে কারন যে গোষ্টিটি এরসাথে জড়িত তারা শুধু দেশের ক্ষতি করছে তা নয় তারা কোমলমতি কিশোরদের বিপদগামী করছে । অতীতের সকল জঙ্গি তৎতপরতা এবং ঘটনার সঠিক বিচার না হলে এই সংগঠিত গোষ্টি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে সেইসাথে রাজনৈতিক স্মার্থে ধর্মীয় উগ্রবাদীদের সাথে আপস করলে পরিনাম কারো জন্য শুভকর হবে না । নিজের পরিবারের মধ্যে এর কুফল বুঝাতে হবে সেই সাথে শুধু নিজস্ব ঘরনায় সভা সেমিনারে সীমাবদ্ধ না থেকে স্কুল কলেজ মাদ্রাসায় এর কুফল সম্পর্কে আলোচনা করতে হবে তাতে জঙ্গি প্রতিহত করতে তাদের পরিবারের সমর্থন আদায় করা সম্ভব হবে । মনে রাখতে হবে জঙ্গিদের কোন ধর্ম নেই , পরিবার নেই , দেশ নেই তারা এক অন্ধগলির বাসিন্দা যেখানে তাদের সুযোগ নেই পৃথীবির মুক্ত আলোর সুবিশাল আকাশের নীচে দাড়িয়ে বিশুদ্ধ নিস্বাস নেওয়া , তারা বুজেনা তাদের পরিবারের শ্নেহ ভালোবাসা , তারা বুজেনা যেমোহে তাদের মুহিত করা হয় তার শেষ পরিনাম মৃত্যু শুধু নিজের নয় অনেক অসহায় পরিবারের আর যারা এইসব পরিচালনা করে তাদের শেষ গন্তব্য ক্ষমতা অথবা রাশি রাশি অর্থ সম্পদ কিন্ত মুখে এক ছলনাময়ী আশ্বাসের বাণী যা কখনো তারা নিজেরা পালল করেন না ।আসুন জঙ্গিবাদে না বলি ।।
জিল্লুর রহমান , সাধারন সম্পাদক , জাতীয় পেশাজীবী পরিষদ ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply