১৭ এপ্রিল ২০২৪ / ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:১৬/ বুধবার
এপ্রিল ১৭, ২০২৪ ৩:১৬ পূর্বাহ্ণ

ঐতিহ্যের চট্টগ্রাম গ্রন্থটি ইতিহাসের প্রয়োজনে অসাধারণ গ্রন্থ হিসেবে মানুষকে পথ দেখাবে – আ.জ.ম নাছির উদ্দিন

     

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে ২২ মার্চ বুধবার বিশিষ্ট লেখক গবেষক আলহাজ্ব আহমদুল ইসলাম চৌধুরী রচিত “ঐতিহ্যের চট্টগ্রাম” গ্রন্থের মোড়ক উম্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।

২০০ পৃষ্ঠার গ্রন্থটিতে চট্টগ্রাম কেন্দ্রিক বিভিন্ন বিষয়ের উপর ইতিহাস ও তথ্য নিয়ে, যেমন- চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী নদী, আরাকান রোড, প্রশাসনিক কার্যক্রম, জেলা পরিষদ, বন, চা, লবণ, সিটি কর্পোরেশন, জনসংখ্যা, শিক্ষা, স্বাস্থ্য, নৌপথ, স্থলপথ, রেলপথ, আকাশপথ, ডাক যোগাযোগ, টেলি যোগাযোগ, ঘূর্ণিঝড়, নৌ বাহিনীসহ নানান বিষয়ে তথ্য সংযোগিত হয়েছে এই গ্রন্থে। এছাড়াও চট্টগ্রামের প্রতিষ্ঠানের মধ্যে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, পাহাড়তলী হাজী ক্যাম্প, ফয়স লেক, বেতার, টেলিভিশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, কর্ণফুলী পেপার মিল, ইস্টার্ণ রিফাইনারী, ড্রাইডক, মিলিটারী একাডেমী, মেরিন একাডেমী, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এর ইতিহাস তুলে ধরা হয়েছে।

মোড়ক উম্মোচন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, শিল্পপতি শাহ জাহান সাজু, মোয়াজ্জেম হোসেন চৌধুরী,আলহাজ্ব মুহাম্মদ শরিফ প্রমুখ।

মোড়ক উম্মোচন কালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, ঐতিহ্যের চট্টগ্রাম গ্রন্থটি ইতিহাসের প্রয়োজনে অসাধারণ গ্রন্থ হিসেবে মানুষকে পথ দেখাবে। আলহাজ্ব আহমদুল ইসলাম চৌধুরী আমাদেরকে প্রতিনিয়ত দেশ-বিদেশের ইতিহাস-ঐতিহ্য ও ধর্ম কথার উপর ব্যাপক লেখা-লেখির মাধ্যমে সমৃদ্ধ করছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply