২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:১৮/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ

সুন্দরগঞ্জে আসনটি ধরে রাখতে আ’লীগ, জাতীয় পার্টি মরিয়া

     

মোঃ গোলজার রহমান
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় সংসদের আসন্ন উপ-নির্বাচনে আ’লীগ আসনটি ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখলেও জাতীয় পার্টি পূণঃরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে।
এ আসনটি একটি পৌরসভা ও ১৫ ইউনিয়ন নিয়ে গঠিত। আগামী ১৩ মার্চ এ আসনে জাতীয় সংসদের দ্বিতীয় দফা উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন বাংলাদেশ আ’লীগ মনোনীত প্রার্থী শিল্পপতি আফরুজা বারী, জাতীয় পার্টি- মনোনীত ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গণফ্রন্টের অধ্যক্ষ এম শরিফুল ইসলাম ও ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) জিয়া জামান খাঁন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা খাওয়া-নাওয়া ছেড়ে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। অনেকেই ভোটারদের সাথে কুশল বিনিময়সহ উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। শো-ডাউন থেকে শুরু করে বিয়ে বাড়ি, মসজিদ, মন্দিরে দোয়া কামনা করছেন প্রার্থীরা। এছাড়া প্রতিনিয়ত তাদের যোগ্যতা ও অভিজ্ঞতা তুলে ধরে মাইকিংসহ প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। এ আসনটি দীর্ঘ দিন থেকে জাতীয় পার্টির ঘাটি হিসেবে আখ্যায়িত থাকলেও গত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হাতছাড়া হয়ে আ’লীগ মনোনীত প্রার্থী প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নৌকা মার্কা প্রতীক নিয়ে জয় লাভ করেন। মঞ্জুরুল ইসলাম লিটন দুবৃর্ত্তদের গুলিতে নিহত হলে গত বছরের ২২ মার্চ প্রথম দফা উপ-নির্বাচনে জাতীয় পার্টি আসনটি পূণঃরুদ্ধারের চেষ্টা চালালেও আ’লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ নির্বাচিত হন। সড়ক দুর্ঘটনায় গোলাম মোস্তফা আহম্মেদ নিহত হলে আসনটি আবারও শূন্য হয়। আগামী ১৩ই মার্চের দ্বিতীয় দফা উপ-নির্বাচনে জাতীয় পার্টি আসনটি পূণঃরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে। এদিকে আ’লীগ আসনটি ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন অফিস সুত্রে জানায়, এ উপ-নির্বাচনে ৩ লাখ ৩৮ হাজার ৫’শ ৫৬ জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৯’শ ৩৪ ও নারী ১ লাখ ৭৩ হাজার ৬’শ ২২ জন। এদিকে এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে তেমন কোন আগ্রহ লক্ষ্য করা না গেলেও বিভিন্ন সুত্র থেকে জানায় নৌকা ও লাঙ্গল প্রতীকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবার সম্ভবনা রয়েছে। তবে এ নির্বাচন থেকে সরে থাকা জামায়াত ও বিএনপির ভোট ব্যাংক যেদিকে গড়াবে সেই হবে আগামী ১৩ই মার্চের উপ-নির্বাচনে এ উপজেলার কান্ডারী। তা নিয়ে সকলের মনে চলছে জল্পনা-কল্পনা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply