১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৪৩/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ

আনোয়ারা ডায়াবেটিক হাসপাতাল নিয়ে পত্রিকায় বিভ্রান্তিকর তথ্য

     

আজ দৈনিক পূর্বকোণ ও পূর্বদেশ পত্রিকায় বিজ্ঞপ্তির নামে আনোয়ারা ডায়াবেটিক সমিতির কার্য নির্বাহী কমিটির সভা শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখিত ২৪ ফেব্রুয়ারী শনিবার সভা হবার কথা ডাহা মিথ্যা। ২৪ তারিখ শনিবার উল্লেখিত কেউই আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালে যাননি। বরং হাসপাতালের সেবায় জড়িত ডাক্তার কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রেখে ২৩ তারিখ শুক্রবার পত্রিকায় সংবাদ প্রচারের জন্য বিজ্ঞপ্তি দাতা টাকা নিয়ে আসে।এই সংবাদটুকুতে শুধুমাত্র কয়েকজনের নাম প্রচারই হয়েছে।এই সংবাদ বিজ্ঞপ্তিটি দীর্ঘদিনের অর্জিত সুনামের ক্ষতি করেছে ও হাসপাতালের সেবা কার্য প্রশ্নবিদ্ধ করেছে।

প্রসংগত সভাপতির সাথে পরামর্শ না করে সেক্রেটারী মেসেজের মাধ্যমে এজেন্ডা ছাড়া ২৩ তারিখ শুক্রবার রিগুলার মিটিং এর তথ্য দেয়।এই মেসেজ পাবার পর সভাপতি এজেণ্ডা উল্লেখ করে কার্যনিবাহী সভা ডাকার জন্য সকল ফাউণ্ডারদের দৃষ্টি আকর্ষণ করে সেক্রেটারীকে পরামর্শ দেন।যা রেকর্ড রয়েছে । যদি ওই ২৩ তারিখের শুক্রবার রিগুলার মিটিং কে ধরে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেখানে লূকাচুরি ও মিথ্যার আশ্রয় নেয়া হয়েছে।২৩ ও ২৪ ফ্রেব্রুয়ারী শুক্র ও শনিবার  সিনিয়র সভাপতি কাশেম খান ও হাসান মুরাদ চৌধুরী হাসপাতালে যাননি।হাসপাতালে না গিয়েও কীভাবে উপস্হিত হওয়া যায় ? সংবাদ বিজ্ঞপ্তির সুত্র ধরে স্বাভাবিকভাবে জানতে ইচ্ছা করে বলুনতো  সিনিয়র সহ সভাপতি কাশেম খান উপস্হিত থাকলে  আবু মুছা কীভাবে সভাপতিত্ব করল? এটা বিশৃংখলা না শৃংখলা ? অর্থনেতিক বিশৃখলা প্রসঙ্গে এইটুকু বলতে চাই সভাপতি ও অর্থ সম্পাদকের স্হলে অন্যজনে সই করা এটাই কী  শৃংখলা ? সভাপতি, অর্থ সম্পাদক ও হাসপাতালে বেশী সময় দেয়া ফাউন্ডার মেম্বার আবদুল মান্নানের অনুপস্হিতে হাসপাতালে বিশৃংখলা করে সামনে সুন্দর প্রক্রিয়ায় কমিটি পালাবদলকে বাঁধাগ্রস্হ করার জন্য এসব বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply