২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৩/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ইতিহাস গ্রন্থের মোড়ক উম্মোচন

     

 

বিশিষ্ট লেখক, পরিবেশবিদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ রচিত “ভাষা আন্দোলনে চট্টগ্রামের ইতিহাস” গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভা ২৪ ফেব্রুয়ারি দুপুরে চকবাজার ফুলতলাস্থ মেরন সান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ইতিহাসবিদ সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উম্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠানে গ্রন্থটির লেখক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, প্রাবন্ধিক এ.কে.এম আবু ইউসুফ, কবি সিহাব ইকবাল, উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল, ফরহাদ চৌধুরী, দেবাশিষ বড়–য়া, সুপর্ণা বিশ্বাস, সেলিম চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, মোঃ হিরু, উদয়ন বড়–য়া, কবি শাহনুর আলম বইটির উপর আলোচনা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেছেন, ভাষা আন্দোলনের চট্টগ্রামের ইতিহাস গ্রন্থটি অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ সাহেবের অসাধারণ গবেষণার ফসল। এই গ্রন্থটির মাধ্যমে ভাষা আন্দোলনে চট্টগ্রামের প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে। বক্তারা আরো বলেছেন এই গ্রন্থটিতে মধ্যযুগের কবি আবদুল হাকিমের কলমি যুদ্ধের মাধ্যমে বঙ্গবাণী কবিতার স্মারমর্মে ভাষাদরদের কথা তুলে ধরা হয়েছে। ভাষা আন্দোলনের প্রাসঙ্গিক ইতিহাসে চট্টগ্রাম, চট্টগ্রামের পত্রিকায় ভাষা আন্দোলনের প্রথম সম্পাদকীয়, একুশের প্রথম কবিতা- কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, ধীরেন্দ্রনাথ দত্তের অবদান, একুশের কালজয়ী গানসমূহ, ভাষাসৈনিক হাসান শরীফ, ভাষা সৈনিক অধ্যক্ষ আবুল কাসেম, ভাষা আন্দোলনে অবদান রাখা চট্টগ্রামের ভাষা সৈনিকদের তালিকা ও মাতৃভাষা বাংলার সূচনাকালীন ইতিহাসকে তুলে ধরা হয়েছে। চট্টগ্রামসহ সারাদেশের ভাষা আন্দোলনের অবদানগুলো এই গ্রন্থে স্থান পেয়েছে। বর্তমান প্রজন্মের জন্য ভাষা আন্দোলনে চট্টগ্রামের ইতিহাস একটি মূল্যবান গ্রন্থ হিসেবে বিবেচিত হবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাজিদ আলী প্রকাশন থেকে প্রকাশিত এই গ্রন্থটির মূল্য রাখা হয়েছে দুইশত টাকা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply