২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:২৪/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

ধারবাহিক সরকার বনাম গনতন্ত্র

     

আমি সবসময় গনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাসী কারণ গনতান্ত্রিক ব্যবস্হায় একজন নাগরিক অধিকারের কথা ভাবতে পারেন শুধু নয় দাবীও করতে পারেন কিন্ত বিশ্বের উন্নত দেশগুলোর দিকে থাকালে বা তাদের ইতিহাস পর্যবেক্ষন করলে দেখা যাবে ধারাবাহিক সরকারের কারণেই তারা উন্নত দেশে পরিনত হতে পেরেছেন । একটা দেশের উন্নয়ন ৫ বছরের সরকার ব্যবস্হায় কল্পনা করা সত্যি বোকার চিন্তা করা বৈকি বিশেষ করে আমাদের মত উন্নয়নশীল দেশে যাদের অর্থ যোগান হয় নানারকম শর্ত সাপেক্ষে এবং সরকার পরিবর্তনের সাথে সাথে পরিকল্পনারও বিশাল পরিবর্তন করতে হয় কিছুটা বাধ্য হয়ে কিছুটা ইচ্ছার বশবতী হয়ে সেই যাই হোক বিগত ২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পর অনেক বড় বড় পরিকল্পনার ফিরিস্ত শুনে আমার মত অনেকে হতবাক হয়েছিলেন কিন্ত ২০১৭ সালে অনেকগুলো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেখে মনে হল একটা ধারাবাহিক সরকার নিজস্ব সদিচ্ছায় চাইলেই অনেক বড় বড় কাজ করতে পারেন যাতে একটা পদ্মা সেতুর উদাহারন দিলে শেষ নয় আছে বহু মেগা প্রকল্পতো আছেই । অনেক দূর্ণীতির খবরও আমার মত অনেকের কপাল বাঁচ করিয়েছে সত্যি কিন্ত একজন সরকার প্রধানের সদিচ্ছা এবং সততা থাকলে তারমধ্যেও যে উন্নতি সম্ভব তার প্রমান কিন্ত বর্তমান সরকার । আমার মনে হয় কিছু জায়গায় সংস্কার এবং কিছু দূণীতিবাজকে শায়েস্তা করতে পারলে ২০২১ শের আগেই এইদেশ অন্যতম ধনী দেশ হতে বেশী সময় লাগবে না শুধু এই পজেটিভ বিষয়কে কনসিডার করলে গনতন্ত্র বা ধারবাহিক সরকার বিতর্কে না গিয়ে বর্তমান সরকারকে আরও কিছু সময় দেওয়া উচিত মনে করি ।।আমি মনে করি ধারবাহিক সরকার তার সদিচ্ছার দেশকে উন্নতির শিখরে নিয়ে যেত পারবেন । জিল্লুর রহমান , জাতীয় পেশাজীবী পরিষদ ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply