২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:৫১/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ

মুস্তাক মুহাম্মদ এর সোমালিয়ার দুর্ভিক্ষপীড়িত মানুষের আত্নকথন- ৩

     

কেউ কি আছে
চারপাশ যেমন খা খা
তেমন পেটেও জ্বলছে আগুন
আমি অভুক্ত –
আমার প্রাণ নির্জীব
বৃষ্টি নেই তাই ফসল ফলে না,
শুধু প্রান্ত আর প্রান্ত
ঘরে ঘরে হাহাকার আর্তনাদ ম্রিয়মাণ
গলা থেকে বের হচ্ছে না –
“মা” এই শব্দটুকুও!
আমি এতটা দুর্বল, আমি সোমালিয়ান
দুর্ভিক্ষে পড়েছি- কেউ কি আছে-
যে এক টুকরো রুটি দিয়ে বাঁচবে প্রাণ?
তারিখ: ২২/০৩/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।
আহ্বানে সাড়া দাও
পেটের চামড়া পিটের চামড়ার
সাথে মিশে গেছে
পাজরের হাড়ে রক্ত মাংসও লেগে নেই
সব শুকিয়ে গেছে
এভাবে বিপন্ন হবে একটি জাতি!
ও সভ্য মানুষ,
তোমরা এক পা এগিয়ে এসো;
চলো আমরা সোমালিয়ানদের পাশে দাঁড়ায়্।
তাদের মুখে একটু হাসি দেখি।
এখনই সময় –
আসো সভ্য মানুষ,
আসো আমরা পাশে দাঁড়ায়।

শেয়ার করুনঃ

Leave a Reply