২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:১৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ

জাতীয় কৃমি সপ্তাহ উপলক্ষে ঝালকাঠিতে অ্যাডভোকেসি সভা

     

 

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জাতীয় কৃমি সপ্তাহ সফলভাবে পালনের লক্ষ্যে জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় স্বাস্থ্য বিভাগ সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ সভার আয়োজন করে। আগামী ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় এবারের জাতীয় কৃমি সপ্তাহের স্লোগান হচ্ছে : ‘কৃমিনাশক ঔষধ সেবন করি, কৃমিমুক্ত বাংলাদেশ গড়ি’।

সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছাইয়াদুজ্জামান, জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান, সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস প্রমুখ আলোচনায় অংশ নেন। এছাড়া সরকারি কর্মকর্তা, চিকিৎসক, মিডিয়াকর্মী, এনজিও কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এবারে সরকারি উদ্যোগে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় পাঁচ থেকে ১৬ বছর বয়সী মোট দুই লাখ ১২ হাজার শিশুকে বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। আগে কার্যক্রমের আওতায় শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হতো। এবারে প্রথম বারের মতো মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহও এর আওতায় আনা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘ক্ষুদে ডাক্তার’ নির্বাচন করা হয়েছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের তত্ত্বাবধানে ট্যাবলেট খাওয়ানো হবে। কর্মসূচি সফল করতে অংশগ্রহণকারীরা সুপারিশমালা প্রণয়ন করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply